২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

এবারের ঈদে একটু ভিন্নভাবে...

-

ঈদ এলেই তারকাদের নিয়ে সাধারণত বিভিন্ন চ্যানেলে বিভিন্ন ধরনের আয়োজনে অনুষ্ঠান নির্মিত হয়। আর সেসব অনুষ্ঠানে তারকারাও বেশ আগ্রহ নিয়ে অংশগ্রহণ করে থাকেন। চলচ্চিত্রের সফল তারকা জুটি ওমরসানী-মৌসুমীও ঈদে টিভি চ্যানেলের ঈদ আয়োজনে অংশগ্রহণ করেন। তবে এবারের ঈদে তাদের এমন আয়োজনে অংশগ্রহণটা একেবারেই ব্যতিক্রম। এবারের ঈদে তারা দু’জন বাংলাদেশ বেতারের আয়োজনে ঈদ অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন। বেতার আয়োজিত অনুষ্ঠানের নাম ‘সিনে রং’ ও ‘উত্তরণ’। বাংলাদেশ বেতারের নন্দিত উপস্থাপক মাজহারুল ইসলামের আমন্ত্রণে তারা দু’জন এই অনুষ্ঠানে এরই মধ্যে অংশগ্রহণ করেছেন। মাজহারুল ইসলাম এ দেশের বেতার জগতের একজন কিংবদন্তি উপস্থাপক ও ধারা ভাষ্যকার। আগে সিনেমা মুক্তির সময় গল্পে গল্পে যে মানুষটি অল্প সময়ে দর্শকের কাছে সিনেমা দেখার জন্য দর্শকের মধ্যে আগ্রহ সৃষ্টি করতেন তিনিই সেই মাজহারুল ইসলাম। ‘জ্বি হ্যাঁ ভাই’ খ্যাত সেই মাজহারুল ইসলামই এই দুটো অনুষ্ঠানের উপস্থাপনা করেছেন। ওমরসানী মৌসুমী তাদের ক্যারিয়ারের শুরুর দিকে মাজহারুল ইসলামের নিজস্ব স্টুডিও সেতু রেকর্ডিং মিডিয়াতে গিয়েছিলেন। নিজেদের সিনেমার প্রচারণার জন্যই তারা সেখানে গিয়েছিলেন। কিন্তু দুই দশকের বেশি সময় পর এবার তারা দু’জন মাজহারুল ইসলামের আমন্ত্রণে বাংলাদেশ বেতারের অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে অংশগ্রহণ করে সানী ও মৌসুমী দু’জনই ছিলেন বেশ উচ্ছ্বসিত। ওমরসানী বলেন, ‘বাংলাদেশ বেতারে কখনোই যাওয়া হয়নি। এত বছর পর মৌসুমী এবং আমি বাংলাদেশ বেতারে গেলাম। আমাদের দু’জনেরই এত ভালো লেগেছে যা বলার মতো নয়। অবশ্য গিয়েছি মাজহার ভাইয়ের জন্য। তিনি অনেকবার অনুরোধ করেছেন যাওয়ার জন্য। তার আন্তরিকতার প্রতি শ্রদ্ধা রেখেই আমরা দু’জন অনুষ্ঠানে অংশগ্রহণ করেছি। ধন্যবাদ মাজহার ভাই ও বুশরাকে।’ প্রিয়দর্শিনী মৌসুমী বলেন, ‘মাজহার ভাই আমাদের সবার শ্রদ্ধার একজন মানুষ। বাংলাদেশের সিনেমা বিকাশের ক্ষেত্রে তারও অবদান রয়েছে। সিনেমার জন্যই নিবেদিত হয়ে কাজ করেছেন তিনি। দুটো অনুষ্ঠানে অংশগ্রহণ করে বুঝতে পেরেছি সিনেমা সম্পর্কে তিনি কতটা গভীরভাবে জানেন। আমার অনেক কিছু অজানা ছিল, তা জানতে পেরেছি এবং সত্যিই অনেক দিন পর এমন দুটো অনুষ্ঠানে অংশগ্রহণ করার মধ্য দিয়ে পুরনো অনেক স্মৃতিই মনে পড়ে গেল। আশা করছি শ্রোতাদের দুটি অনুষ্ঠানই ভালো লাগবে।’ আগামী ঈদের দিন রাত ৯টায় ‘উত্তরণ’ এবং ঈদের পরদিন দুপুর ১২টায় ‘সিনে রং’ প্রচার হবে। এদিকে আগামী ঈদে ওমরসানী মৌসুমী অভিনীত ‘নোলক’ সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।


আরো সংবাদ



premium cement