১৬ এপ্রিল ২০২৪, ০৩ বৈশাখ ১৪৩১, ০৬ শাওয়াল ১৪৪৫
`

নাজুর দেড় যুগ পার

-

নাজু আখন্দ, শ্রোতাপ্রিয় কণ্ঠশিল্পী। ১৯৯৫ সালেই শিশুশিল্পী হিসেবে জাতীয় পুরস্কারে ভূষিত হয়েছিলেন। গানের ভুবনে দেখতে দেখতে পেশাগতভাবে তিনি ১৮ বছর অর্থাৎ দেড় যুগ সময় বেশ সফলতার সাথেই পার করেছেন। নাজুর ভাষ্যমতে, এখনো প্রতিনিয়ত গানের প্রতি সেই প্রথম দিনের মতোই পরম ভালোলাগা নিয়ে গান গেয়ে যাচ্ছেন। দীর্ঘদিনের সঙ্গীত জীবনের পথচলায় চলচ্চিত্রে প্লে-ব্যাক করেছেন তিনি ২২৩টি গান। একজন সঙ্গীতশিল্পীর জন্য এটা অনেক বড় প্রাপ্তি। কারণ যেখানে অনেক সঙ্গীতশিল্পী একটি সিনেমায় গান গাওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেন, সেখানে নাজু গান করেছেন ২২৩টি। চিরসবুজ কণ্ঠশিল্পী কুমার বিশ^জিতের সঙ্গে আহমেদ ইমতিয়াজ বুলবুলের কথা, সুর সঙ্গীতে ‘মায়ের সম্মান’ সিনেমাতে ২০০১ সালে প্রথম প্লে-ব্যাক করার মধ্যদিয়ে সঙ্গীতাঙ্গনে পেশাগতভাবে নাজুর যাত্রা শুরু। সিনেমায় তার সবচেয়ে জনপ্রিয় গান ‘সমাজকে বদলে দাও’ সিনেমার ‘আমার মানবজমিন চিরতরে দিয়া দিলাম তোরে’। গানটি লিখেছেন এবং সুরসঙ্গীত করেছিলেন আহমেদ ইমতিয়াজ বুলবুল। মান্না শাবনূর অভিনীত সিনেমার এই গানটি সেই সময় বেশ জনপ্রিয়তা পেয়েছিল। গানটি সুরসঙ্গীত করেছেন সাজিদ সরকার। সিনেমার বাইরে নাজুর সবচেয়ে জনপ্রিয় গান হচ্ছে আহসান হাবিবের লেখা ও বাপ্পা মুজমদারের সুরসঙ্গীতে ‘আমায় হাত বাড়ালেই যায় না ছোঁয়া’ গানটি। এই গানের জন্য তিনি ২০০৯ সালে সিটিসেল চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছিলেন পপুলার চয়েজ ক্যাটাগরিতে। গানে নাজুর হাতেখড়ি তারই মা তাহমিনা হাবিবের কাছে। পরবর্তীতে তিনি ওস্তাদ সালাহ উদ্দিনের কাছে নজরুলসঙ্গীত, ক্ল্যাসিক্যালে হাতেখড়ি গোবিন্দ গোস্বামীর কাছে। অবশ্য ক্ল্যাসিক্যালে পরবর্তীতেও তালিম নেন সঞ্জীব দে ও লিউ এ জে বারৈর কাছে। এ দিকে নাজু আখন্দের জন্মদিন। নাজু আখন্দ বলেন, ‘গানে আমার আদর্শ আমার মা। আমার সবচেয়ে প্রিয় শিল্পী মরহুম শাহনাজ রহমতুল্লাহ ম্যাডাম।


আরো সংবাদ



premium cement
বিশ্ববিদ্যালয়গুলোকে বিশ্বমানের পাঠ্যক্রম গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির বগুড়ায় পুলিশ পরিচয়ে ট্রাকভর্তি কলা ছিনতাই : গ্রেফতার ৪ ওয়ালটনের আদর্শ ও নীতিমালার পরিপন্থী নাটক প্রচার করায় বিজ্ঞাপনী প্রতিষ্ঠানকে আইনি নোটিশ, চুক্তি বাতিল স্নান করতে গিয়ে দূর্গাসাগর দীঘিতে ডুবে একজনের মৃত্যু ঢাকা-দিল্লি সম্পর্ককে লালন করে নতুন উদ্যমে এগিয়ে যেতে হবে : শ্রিংলা মানবতার কল্যাণে জীবন বাজি রেখে আন্দোলনে ভূমিকা রাখতে হবে : জামায়াত আমির আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ৭ ফিট তামিমকে যেকোনো ফরম্যাটের দলে চান বাংলাদেশ অধিনায়ক বিকেবি ও রাকাব একীভূতকরণের প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন অপহৃত চেয়ারম্যান প্রার্থী দেলোয়ার রামেক আইসিইউতে, গ্রেফতার ২ বাংলাদেশের নতুন স্পিন কোচ পাকিস্তানের সাবেক তারকা ক্রিকেটার

সকল