২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫
`

জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে শেষ হলো মিমির বৈশাখী উৎসব

-

রাজধানীর উত্তরায় অবস্থিত নন্দিত অভিনেত্রী ও নাট্যনির্মাতা আফসানা মিমির প্রতিষ্ঠান ‘বাংলাদেশ ফিল্ম অ্যান্ড টেলিভিশন একাডেমিতে’ দেশের অন্যান্য প্রতিষ্ঠানের মতোই হয়ে গেল ‘শুভ নববর্ষ স্বাগত ১৪২৬’। মিমি জানান, আবহমান বাংলায় আমাদের চাওয়া ছিল, ‘আমার সন্তান যেন থাকে দুধে-ভাতে’ কিন্তু বর্তমান পৃিথবীতে আমাদের চাওয়া ‘আমাদের সন্তানেরা যেন থাকে নিরাপদে’। এই সেøাগানকে বুকে লালন করেই বিএফটিএ নতুন বাংলা বছরের প্রথম দিন পয়লা বৈশাখ উদযাপন করে। বিএফটিএর ইচ্ছেতলায় এবারের বর্ষবরণ সম্পন্ন হয়েছে। সকাল ৭টা থেকে ৯টা পর্যন্ত শুভ আগমন, মিষ্টি মুখ, মঙ্গল শোভাযাত্রা ও জলখাবার পর্ব চলে। সকাল সাড়ে ৯টায় কালো দেয়ালিকায় সবাই লিখেনÑ শিশুদের জন্য নিরাপদ, শিশুদের জন্য প্রতিজ্ঞা। সকাল ১০টা থেকে নাচ, গান, কবিতা, ছড়া পরিবেশন করে শিশুসহ অভিভাবকেরা। নিমন্ত্রিত অতিথিরা অনুষ্ঠান প্রাণভরে উপভোগ করেন। বেলা সাড়ে ১১টায় সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত ‘আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি’ পরিবেশনের মধ্য দিয়ে বিএফটিএর বর্ষবরণ অনুষ্ঠান শেষ হয়। অনুষ্ঠানে বিভিন্ন পর্বের উপস্থাপনা করেন আফসানা মিমি, দেবাশীষ, সেতু ও জুয়েল। বিএফটিএর বর্ষবরণ প্রসঙ্গে আফসানা মিমি বলেন, ‘ছোট শিশুরা ভীষণ আগ্রহ নিয়ে আমাদের নানান ধরনের বর্ণিল আয়োজনে অংশগ্রহণ করেছে। বর্ষবরণের অনুষ্ঠানকে ঘিরে তাদের মধ্যে যে উচ্ছ্বাস আমি দেখেছি, সেটাই আমার জন্য অনেক আনন্দের, অনকে বড় প্রাপ্তি। সাথে অভিভাবকেরাও নানান ধরনের আয়োজনে অংশগ্রহণ করেছেন। সেটিও ভালোলাগার বিষয়। আমি বর্ষবরণের সাথে সম্পৃক্ত সবার প্রতিই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। কারণ সবার চেষ্টায়ই সফল হয়েছে বিএফটিএর এবারের বর্ষবরণ।’
ছবি : গোলাম সাব্বির

 


আরো সংবাদ



premium cement