২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

নিশোর সিক্যুয়াল নাটক পয়লা বৈশাখে

-

গেল ভালোবাসা দিবসে আফরান নিশো অভিনীত ‘আনএক্সপেক্টেড সারপ্রাইজ’ নাটকটি দর্শকের মধ্যে বেশ সাড়া ফেলে। নাটকটির গল্প রচনা করেছিলেন এবং পরিচালনা করেছিলেন মাহমুদুর রহমান হিমি। নাটকটির দর্শক জনপ্রিয়তার কথা বিবেচনা করে নির্মাতা হিমি আফরান নিশো’কে নিয়ে একই নাটকের সিক্যুয়াল নির্মাণ করেছেন। এবার তিনি নাটকটির নাম দিয়েছেন ‘আনএক্সপেক্টেড স্টোরি’। এর আগেও এই নাটকে আফরান নিশোর বিপরীতে অভিনয় করেছিলেন মেহজাবিন চৌধুরী, সিক্যুয়াল নাটকেও তার বিপরীতে মেহজাবিনই অভিনয় করেছেন। এরই মধ্যে রাজধানীর উত্তরার বিভিন্ন লোকেশনে নাটকটির দৃশ্য ধারণের কাজ শেষ হয়েছে। নাটকটিতে অভিনয় প্রসঙ্গে আফরান নিশো বলেন, ‘গেল ভালোবাসা দিবসে হিমির নির্দেশনায় আনএক্সপেক্টেড সারপ্রাইজ নাটকে অভিনয় করে বেশ সাড়া পেয়েছিলাম। নাটকটির গল্প অন্যরকম ছিল বলেই দর্শকের কাছে গ্রহণযোগ্যতা পেয়েছিল। সত্যি বলতে কী অনেক পরিচালকই আছেন বাজেটটা যথাযথভাবে কাজে লাগাতে পারেন না। কিন্তু হিমি তা পারে। হিমি একজন উঠতি মেধাবী পরিচালক। সে জানে নাটকের কোন ক্ষেত্রে কোন বাজেট কিভাবে ব্যবহার করতে হবে। একজন মানুষ হিসেবে হিমি অনেক আবেগী, সৎ এবং সর্বোপরি একজন ভালো নির্মাতা। যে কারণে আমি আশা করি একদিন সে অনেক বড় একজন পরিচালক হবে। আর এ নাটকে আমার সহশিল্পী মেহজাবিন চৌধুরী। অনেকেই বিখ্যাত হয়ে গেলে অনেক কিছুই মেইনটেইন করতে পারে না। কিন্তু মেহজাবিন সে ক্ষেত্রে ব্যতিক্রম। যে কারণে সে অনেক ভালো করছে।’ নির্মাতা মাহমুদুর রহমান হিমি জানান, আগামী ১৪ এপ্রিল পয়লা বৈশাখের দিন রাত ৮টা ১০ মিনিটে নাটকটি বাংলা ভিশনে প্রচার হবে। এদিকে এবারের পয়লা বৈশাখে আফরান নিশোকে মুহাম্মদ মোস্তফা কামাল রাজ, মিজানুর রহমান আরিয়ান, অমিসহ আরো বেশ ক’জন নির্মাতার নাটকে অভিনয়ে দেখা যাবে। এদিকে এখনো রুপালি পর্দায় দেখা মিলেনি আফরান নিশোর। তবে কিছুদিন আগে কোয়েল মল্লিকের সাথে একটি সিনেমায় অভিনয়ের ব্যাপারে তার নাম আলোচিত হয়েছিল। আগ্রহ আছে আফরান নিশোর, সিনেমায় অভিনয় করার। এখনো ব্যাটে বলে ভালো গল্প এবং চরিত্র পাননি বিধায় তিনি নিজেকে আপাতত ছোটপর্দাতেই ব্যস্ত রেখেছেন।
ছবি : মোহসীন আহমেদ কাওছার


আরো সংবাদ



premium cement