২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

তাদের কণ্ঠে নজরুলের গান

-

সাদিয়া আফরিন মল্লিক, নজরুল পদকপ্রাপ্ত এ দেশের কিংবদন্তি নজরুল সঙ্গীতশিল্পী। তার একার আন্তরিক চেষ্টায় ২০১৬ সাল থেকে ‘জেমস অব নজরুল’-এর আওতাধীন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের অপ্রচলিত গানগুলো সবার সামনে তুলে ধরার চেষ্টা করা হচ্ছে। ২০১৬ সালে প্রথম কাজী নজরুল ইসলামের ‘দাও সৌর্য্য দাও ধৈর্য’ গানটির মিউজিক ভিডিও প্রকাশ হয়। শুরুতেই নজরুলপ্রেমী শ্রোতা দর্শকের কাছ থেকে সাড়া পাওয়ার পাশাপাশি তরুণ প্রজন্মের শ্রোতা দর্শকের কাছ থেকে সাড়া মেলে। তাই বিগত প্রায় তিন বছরেরও বেশি সময় ধরে সাদিয়া আফরিন মল্লিক নিজের একান্ত চেষ্টায় বিশেষ দিবসে নজরুলের এমন গানই শ্রোতা-দর্শকের কাছে তুলে ধরার চেষ্টা করছেন, যা একেবারেই অপ্রচলিত বা সেসব গানই তুলে ধরা হচ্ছে যার সম্পর্কে তেমন কারো কোনো ধারণা নেই। আগামী স্বাধীনতা দিবসে দেশের প্রায় সব চ্যানেলে প্রচারের লক্ষ্যে ‘চলরে চপল তরুণ দল’ গানটির মিউজিক ভিডিও নির্মাণ করা হয়েছে। নজরুলের এ গানটির সুর করেছিলেন কমল দাশগুপ্ত। নতুন করে গানটির সঙ্গীতায়োজন করেছেন তানভীর আলম সজীব। মিউজিক ভিডিও নির্মাণ করেছে বারো ভূত। সাদিয়া আফরিন মল্লিক জানান, এরই মধ্যে গানটির মিউজিক ভিডিও নির্মাণের কাজ শেষ হয়েছে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যান’সহ বিভিন্ন লোকেশনে। গানটিতে অংশ নিয়েছেন ডালিয়া নওশীন, ফাতেমা তুজ জোহরা, ইয়াসমিন মুশতারি, ইফফাত আরা নারগিস, চম্পা বনিক, স্বরলিপি, সুপ্তিকা মণ্ডল, ওয়াকিল’সহ আরো অনেকে। সাদিয়া আফরিন মল্লিক বলেন, ‘আমরা বেছে শ্রদ্ধেয় কাজী নজরুল ইসলামের অপ্রচলিত যে গানগুলো সাধারণত শোনা যায় না, তা দেশপ্রেমে উজ্জীবিত তরুণ প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেয়ার চেষ্টা করছি। শুরু থেকেই আমার এই চেষ্টার সাথে আন্তরিকভাবে নিজ উদ্যোগে আন্তরিকভাবে অংশ নিচ্ছেন নজরুল সঙ্গীতশিল্পীরা, মিউজিক কলেজের এবং বিভিন্ন বিশ^বিদ্যালয়ের নজরুল শিল্পীরা। সবার চেষ্টাকে সমন্বিত করেই নবীন-প্রবীণের মধ্যে জাতীয় কবির এই গানগুলো ছড়িয়ে দেয়ার চেষ্টা করছি। এবারের স্বাধীনতা দিবসেও আমাদের সেই চেষ্টা অব্যাহত আছে।’ এর আগে সাদিয়া আফরিন মল্লিক ‘জয় হোক সত্যের জয়’, ‘শঙ্কা শূন্য লক্ষ কণ্ঠে’, ‘বাজরে বীণা বাজ’, ‘মৃত্যু নাই নাই দুঃখ’, ‘ও ভাই খাঁটি সোনার চেয়ে খাঁটি’ গানেরও মিউজিক ভিডিও নির্মাণ করেন।


আরো সংবাদ



premium cement