২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১, ১৩ শাওয়াল ১৪৪৫
`

ভারতের বিজ্ঞাপন নির্মাণে আদনান আল রাজীব

-

বাংলাদেশে এই মুহূর্তে যে ক’জন তরুণ বিজ্ঞাপন নির্মাতা আছেন তাদের মধ্যে নিজের মেধা এবং ভিন্নধর্মী কাজ দিয়ে নিজেকে শীর্ষ একটি স্থানে নিয়ে এসেছেন তিনি আদনান আল রাজীব। বিজ্ঞাপন নির্মাণের কথা কোনো প্রতিষ্ঠানের ভাবনায় এলেই নির্মাতা হিসেবে তার নামটি প্রথম সারিতেই চলে আসে। আদনান আল রাজীব নিজেকে এমন একটি অবস্থানে নিয়ে আসতে অনেক শ্রম দিয়েছেন, ধৈর্য ধরে নিজের মেধা খাটিয়ে নিজের সর্বোচ্চটি দিয়ে কাজ করে গেছেন। যে কারণে বিজ্ঞাপন নির্মাণ করেই আদনান দেশ-বিদেশ থেকে হয়েছেন পুরস্কৃত। বাংলাদেশের জন্য এটি নিঃসন্দেহে এটি অত্যন্ত গর্বের বিষয় যে আদনান দেশের গণ্ডি পেরিয়ে দেশের বাইরের প্রতিষ্ঠানের বা পণ্যেরও বিজ্ঞাপন নির্মাণ করছেন। গত ১৮ মার্চ থেকে তিনি ভারতের মুম্বাইতে ১৯৯৪ সালে ভারতে প্রতিষ্ঠিত ‘আইসিআইসিআই ব্যাংকের বিজ্ঞাপন নির্মাণ করছেন। বিজ্ঞাপনটি নির্মাণ করা প্রসঙ্গে ভারত থেকে মুঠোফোনে আদনান আল রাজীব তার অনুভূতি ব্যক্ত করতে গিয়ে বলেন,‘ অনেক দিন থেকেই মুম্বাইয়ের কিছু প্রোডাকশন হাউজ কাজের প্রস্তাব দিচ্ছে, ঢাকায় কাজের চাপ থাকায় আর সময় না মেলায় করা হচ্ছিল না। এবার সময় আর সুযোগ একসাথেই মিলে গেছে, আর একই প্রোডাকশন হাউজের সাথে আমি আগেও একটা বিজ্ঞাপন করেছি মুম্বাইতেই। আইসিআইসিআই অনেক বড় এবং সুপ্রতিষ্ঠিত একটা ব্রান্ড, তাই আগ্রহ নিয়েই কাজটা করতে চেয়েছি। মুম্বাইয়ের মতো বড় একটা ইন্ডাস্ট্রিতে কাজের সুযোগ আসাটা তো আনন্দের, আর ভালো লাগে নিজেকে দেশের বাইরে রিপ্রেজেন্ট করতে, নিজেকে যাচাই করা যায় বিশাল এক পরিসরে।’ আদনান জানান, বিজ্ঞাপনটি শিগগিরই ভারতের চ্যানেলগুলোতে প্রচারে আসবে। এর আগে আদনান ভারতের ‘এক্সপ্রেস মানি ট্রান্সফারের বিজ্ঞাপন নির্মাণ করেছেন। বাংলাদেশে আদনান রবি, এয়ারটেল, স্যামসাং, ফেয়ার অ্যান্ড লাভলী, এলজি, ডাবর আমলা, কুমারিকা, বাটা, এপেক্স, মজো, হরলিক্সসহ আরো বিভিন্ন প্রতিষ্ঠানের পণ্যের বিজ্ঞাপন নির্মাণ করে আলোচিত হয়েছেন। তার প্রত্যেকটি বিজ্ঞাপনই দর্শকের কাছ থেকে সবসময় অন্যরকম সাড়া পায়। শুধু বিজ্ঞাপন নির্মাণ করেই নয় মাঝে মধ্যে আদনান বিশেষ বিশেষ দিবসে যেসব নাটক নির্মাণ করেন তাও অনেক নাটকের ভিড়ে আদনানের নিজস্বতার কারণে আলোচিত হয় সেসব নাটক। সর্বশেষ আলোচিত নাটকের মধ্যে রয়েছে ‘বিকেল বেলার পাখি’, ‘মিডল ক্লাস সেন্টিম্যান্ট’, ‘@এইটিন’।


আরো সংবাদ



premium cement