২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

এক ধারাবাহিকে তিন প্রজন্মের তিনজন

-

বাংলাদেশ টেলিভিশনে প্রচারের জন্য নির্মাতা জুয়েল শরীফ নির্মাণ করছেন সাত পর্বের বিশেষ ধারাবাহিক নাটক যাপিত জীবন। নাটকটিতে তিনটি প্রধান চরিত্রে অভিনয় করছেন গুণী অভিনেতা মানস বন্দ্যোপাধ্যায়, গোলাম ফরিদা ছন্দা ও ইশানা খান। এরই মধ্যে রাজধানীর উত্তরার বিভিন্ন লোকেশনে ও একটি শুটিং হাউজে নাটকটির দৃশ্যায়নের কাজ শুরু হয়েছে। মানস, ছন্দা ও ইশানা তিনজনই এর আগে জুয়েল শরীফের নির্দেশনায় নাটকে অভিনয় করেছেন। আবার তারা তিনজনও একে অন্যের সাথে নাটকে অভিনয় করেছেন। নাটকটিতে অভিনয় প্রসঙ্গে মানস বন্দ্যোপাধ্যায় বলেন, জুয়েল অনেক যতœ নিয়ে নাটকটি নির্মাণ করার চেষ্টা করছে। আমরা সবাই যার যার অবস্থান থেকে চরিত্রানুযায়ী ভালোভাবেই কাজ করার চেষ্টা করছি। তবে নাট্যকার যদি আরেকটু মনোযোগী হতেন তাহলে আরো ভালো গল্পের নাটক হতে পারত যাপিত জীবন। ছন্দা ও ইশানার সাথে এর আগেও আমি নাটকে অভিনয় করেছি। দু’জনই অভিনয়ে বেশ সিরিয়াস। যেহেতু যাপিত জীবন আমাদের জীবনেরই বহমান গল্প নিয়ে নির্মিত হচ্ছে; তাই আশা করছি ভালো লাগবে দর্শকের। গোলাম ফরিদা ছন্দা বলেন, যাপিত জীবন পারিবারিক গল্পের নাটক। যেমন আমি এ নাটকে চাকরিজীবী একজন মানুষ। সংসারও করছি। দেখা যায় যে অনেকটা সময় আমি ফেসবুকে নষ্ট করছি। এটা বাদ দিয়ে যদি সন্তানকেও একটু সময় দিতাম সেটা বরং অনেক ভালো হতো। এমনই বিভিন্ন ধরনের ম্যাসেজ এ নাটকে তুলে ধরা হয়েছে। সত্যি বলতে কী বিটিভির নাটকগুলোয় শিক্ষণীয় নাটক হয়, তাই যাপিত জীবন একটি শিক্ষণীয় নাটকই বলা চলে। ইশানা খান বলেন, বিটিভিতে আমি যত নাটকে অভিনয় করেছি তার বেশির ভাগেরই নির্মাতা জুয়েল শরীফ ভাই। তার নির্দেশনায় কাজ করতে আমি ভীষণ স্বাচ্ছন্দ্য বোধ করি। শিল্পীকে যথেষ্ট আরাম দিয়ে তিনি বেশ ভালোভাবেই কাজ আদায় করে নেন। যাপিত জীবন নাটকের গল্পটা আমার কাছে ভালো লেগেছে। নির্মাতা জুয়েল শরীফ জানান, শিগগিরই নাটকটি বিটিভিতে প্রচার হবে। নাটকটিতে ক্যামেরাম্যান হিসেবে আছেন আসাদুজ্জামান আসাদ। এদিকে মানস বন্দ্যোপাধ্যায় হাজার রকম ভালোবাসাসহ বেশ কয়েকটি ধারাবাহিকে অভিনয় করছেন। অন্য দিকে ছন্দা মায়া মসনদ ছাড়াও দুরন্ত টিভির জন্য নতুন ধারাবাহিক মনের জাদুকরে অভিনয় করছেন।
ছবি : মোহসীন আহমেদ কাওছার

 


আরো সংবাদ



premium cement