২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

অণিমার নির্দেশনায় চিত্রাঙ্গদা

-

ঢাকার জগন্নাথ বিশ^বিদ্যালয়ের সঙ্গীত বিভাগের আয়োজনে আজ থেকে দুই দিনব্যাপী ‘তৃতীয় সঙ্গীত উৎসব ২০১৯’ শুরু হতে যাচ্ছে। বিশ^বিদ্যালয়ের বিজ্ঞান অনুষদসংলগ্ন মাঠে এই উৎসব প্রতিদিন বেলা ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত অনুষ্ঠিত হবে বলে নিশ্চিত করেছেন সঙ্গীত উৎসব উদযাপন কমিটির আহ্বায়ক ও সঙ্গীত বিভাগের চেয়ারম্যান অণিমা রায়। ২০১৭ সালে অণিমা রায়েরই উদ্যোগে এই বিশ^বিদ্যালয়ে ‘আন্তর্জাতিক সঙ্গীত উৎসব ২০১৭’ অনুষ্ঠিত হয়। মাঝে এক বছর বিরতি নিয়েছেন তিনি আগের চেয়ে আরো ভালো একটি সঙ্গীত উৎসব উপহার দেয়ার লক্ষ্যে। আজ অনুষ্ঠানের উদ্বোধন করবেন বিশ^বিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ড. মীজানুর রহমান। আগামীকালের অর্থাৎ উৎসবের শেষ দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি। উৎসবের প্রথম দিনে অন্যান্য পরিবেশনার পাশাপাশি সন্ধ্যা ৭টায় মঞ্চস্থ হবে সঙ্গীত বিভাগের বিশেষ নিবেদন রবীন্দ্র নৃত্যনাট্য ‘চিত্রাঙ্গদা’। এর নির্দেশনায় আছেন অণিমা রায়। নৃত্য পরিচালনায় আছেন ওয়ার্দা রিহাব। সঙ্গীত বিভাগের ৪২ জন শিক্ষার্থী এতে অংশগ্রহণ করবেন। চিত্রাঙ্গদা নির্দেশনায় ও মঞ্চস্থ করা প্রসঙ্গে অণিমা রায় বলেন, আমার জানা মতে কোনো বিশ^বিদ্যালয়ে এবারই প্রথম চিত্রাঙ্গদা মঞ্চস্থ হতে যাচ্ছে। আমাদের বিভাগের শিক্ষার্থীদের রবীন্দ্রনাথ ঠাকুরের বিভিন্ন স্থান ঘুরে দেখিয়েছি। যাতে তাদের মধ্যে রবীন্দ্রনাথের প্রতি প্রেম, ভালোবাসা জাগ্রত হয়। তারা যেন নিজে উপলব্ধি করে নৃত্যনাট্যে অংশগ্রহণ করে।

 


আরো সংবাদ



premium cement