২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

একসাথে তৌসিফ ও সাফা

-

এই প্রজন্মের অভিনেতাদের মধ্যে তৌসিফ মাহবুব দর্শকের কাছে প্রিয় একটি নাম। নির্মাতারাও তাকে নিয়ে নাটক নির্মাণে বেশ আগ্রহ প্রকাশ করেন। তৌসিফ মাহবুবের খুব ভালো একজন বন্ধু সাফা কবির। সাফা কবিরও এই সময়ে এসে তার সহজাত অভিনয় দিয়ে দর্শকের কাছে ভীষণ প্রিয় হয়ে উঠেছেন। শুধু দর্শকের ভালোলাগার কথা বিবেচনা করে নির্মাতাদেরও সাফাকে নিয়ে কাজের আগ্রহ বাড়ছে। দুই বন্ধু তৌসিফ ও সাফা এরই মধ্যে বেশ কিছু ভালো নাটকও দর্শককে উপহার দিয়েছেন। তাদের অভিনীত সবচেয়ে দর্শকপ্রিয় নাটক হচ্ছে মেহেদী হাসান হৃদয়ের ‘ফাহিম দ্য গ্রেট ফাজিল’। এরপরও তারা দু’জন আরো বেশকিছু ভালো গল্পের নাটকে অভিনয় করেছেন। এ ছাড়া স্বরাজ দেব নির্মিত ‘কানামাছি’ শর্টফিল্মের তাদের দু’জনের অনবদ্য অভিনয় দর্শককে মুগ্ধ করেছে। এরই মধ্যে তৌসিফ ও সাফা আগামী পয়লা বৈশাখের জন্য মেহেদী হাসান জনি ও মিফতাহান আনানের নির্দেশনায় দু’টি নাটকের কাজ শেষ করেছেন। কিছুদিনের মধ্যে ইমরাউল রাফাত ও মেহেদী হাসান জনির আরো দু’টি নাটকে অভিনয় করবেন তৌসিফ ও সাফা। তৌসিফ ও সাফা জানান, গল্প ভালো হলে দু’জনেই একসাথে কাজ করার চেষ্টা করেন। শিডিউল মিলিয়ে নিয়ে দু’জন কাজগুলো দর্শকের কাছে তুলে ধরার চেষ্টা করেন। সাফা কবিরের সাথে কাজ করা প্রসঙ্গে তৌসিফ মাহবুব বলেন, ‘সত্যি বলতে কী, সাফা তো আমার খুব ভালো একজন বন্ধু। সে তার কাজের প্রতি, পেশার প্রতি ভীষণ আন্তরিক। আমাদের এক সাথে কাজ হলে আমরা চেষ্টা করি ভালোভাবে কাজ শেষ করার। যেহেতু আমাদের মধ্যে কাজের বোঝাপড়াটা দারুণ, তাই যেকোনো কাজই আমরা আমাদের সর্বোচ্চটা দিয়েই করে থাকি। একজন মানুষ হিসেবেও সাফা খুব ভালো মনের একজন মানুষ। সে আমার বন্ধু, এটা আমার গর্ব।’ সাফা কবির বলেন, ‘তৌসিফ আমার বন্ধু, এটা সত্যি। তবে তার আগে যেটা সত্যি সেটা হলো তৌসিফকে আমার পরিবারেরই একজন হিসেবে ভাবি। যে কারণে তার সাথে কাজ করতে গেলে সব কাজই অনেক ভালো হয়। তাই আমরা একসাথে যে কাজ করি বলা যায় সব কাজই দর্শকের কাছে বেশ উপভোগ্য হয়ে ওঠে। দর্শকের প্রতি কৃতজ্ঞতা আমাদের কাজগুলো দেখার জন্য এবং রেসপন্সের জন্য।’ তৌসিফ ও সাফা অভিনীত উল্লেখ্যযোগ্য নাটকের মধ্যে রয়েছেÑ ‘প্র্যাকটিক্যাল জোক’, ‘ভালোবাসার হাত ধরে’, ‘পতাকা’, ‘সোলমেট’, ‘মিলুর সাইকেল’ ইত্যাদি।


আরো সংবাদ



premium cement