১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

মোমেনার স্বপ্ন

-

মঞ্চের একজন দাপুটে অভিনেত্রী হিসেবে এরই মধ্যে দেশে-বিদেশে বেশ সুনাম কুড়িয়েছেন মোমেনা চৌধুরী। মান্নান হীরা রচিত ও সুদীপ চক্রবর্তী নির্দেশিত মুক্তিযুদ্ধ ও যুদ্ধোত্তর বাংলাদেশে এক নারীর সংগ্রামী জীবনের নাট্যপ্রকাশ ‘লাল জমিন’ প্রথম মঞ্চায়ন হয় ২০১১ সালের ১৯ মে ঢাকা বিশ^বিদ্যালয়ের নাটমণ্ডলে। সাত বছরেরও বেশি সময়ে এরই মধ্যে আজ বেলা সাড়ে ৩টায় ‘লাল জমিনের ২০০তম মঞ্চায়ন হতে যাচ্ছে। আর এ নিয়ে দারুণ উচ্ছ্বসিত, আনন্দিত মোমেনা চৌধুরী। কারণ বাংলাদেশে কোনো একক অভিনীত নাটকের এবারই প্রথম ২০০তম মঞ্চায়ন হতে যাচ্ছে। ‘শুন্যন রেপার্টরি থিয়েটারের প্রথম প্রযোজনা ‘লাল জমিন’। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় এরই মধ্যে ৭৪টি শোর মঞ্চায়নের জন্য অনুদান দিয়েছে। এই নাটক মঞ্চায়নের ক্ষেত্রে মোমেনা চৌধুরী দেশের কিংবদন্তি এবং তরুণ নাট্যকার, নাট্যনির্দেশক, অভিনয়শিল্পীদের অনুপ্রেরণা পেয়েছেন। একই অঙ্গনের মানুষদের কাছ থেকে অনুপ্রেরণাও যেন মোমেনা চৌধুরীর পথচলাকে আরো বেগবান করেছে। আজ কুর্মিটোলা এয়ারপোর্টের বিএটিসি মিলনায়তনে শুধু আমন্ত্রিত অতিথিদের ‘লাল জমিন’ প্রদর্শন করা হবে বলে জানান মোমেনা চৌধুরী। নিজের একক নাটকের ২০০তম মঞ্চায়ন এবং এর সাফল্য, স্বপ্ন প্রসঙ্গে মোমেনা চৌধুরী বলেন, ‘লাল জমিনকে আজকের পর্যায়ে নিয়ে আসার জন্য আমার পরিবারের প্রত্যেক সদস্য যে ছাড় দিয়েছে, তাতে কৃতজ্ঞ তাদের প্রতি। তারা ছাড় না দিলে লাল জমিনকে আজকের পর্যায়ে নিয়ে আসা আমার পক্ষে সম্ভব হতো না।


আরো সংবাদ



premium cement