২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

ওয়েব সিরিজে ব্যস্ত মিম

-

কিছুদিন আগে অনিমেষ আইচের নির্দেশনায় জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী বিদ্যা সিনহা মিম ‘বিউটি অ্যান্ড বুলেট’ নামের একটি ওয়েব সিরিজে অভিনয় করেছিলেন। এতে তার সহশিল্পী ছিলেন তাহসান খান। তবে ‘বিউটি অ্যান্ড বুলেট’ এখনো প্রচারে আসেনি। এরই মধ্যে শ্রীমঙ্গলে বিদ্যা সিনহা মিম গোলাম সোহরাব দোদুলের নির্দেশনায় ‘নীল দরজা’ নামের আরেকটি ওয়েব সিরিজের কাজ শুরু করেছেন। এরই মধ্যে টানা বেশ কয়েক দিন ওয়েব সিরিজের শুটিংয়ে অংশ নিয়েছেন মিম। আরো দু’দিন এই ওয়েব সিরিজের শুটিং করবেন বলে জানান মিম। এই ওয়েব সিরিজে মিম তাবাসসুম চরিত্রে অভিনয় করছেন। তার বিপরীতে অভিনয় করছেন দু’বার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা চঞ্চল চৌধুরী। গোলাম সোহরাব দোদুলের নির্দেশনায় বিদ্যা সিনহা মিম ‘সাপলুডু’ সিনেমায় অভিনয় করেছেন। সিনেমাটি আগামী পয়লা বৈশাখে মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে। এতে মিমের বিপরীতে অভিনয় করেছেন আরিফিন শুভ। এরই মধ্যে ইউটিউবে ‘সাপলুডু’র ট্রিজার প্রকাশিত হয়েছে। আর তাতেই মিমের অভিনয়ের প্রশংসা করছেন সবাই। আশাবাদীও হয়ে উঠেছেন মিমভক্ত দর্শকেরা। সবাই আশা করছেন, ‘সাপলুডু’তে নতুন একক মিমকে পাওয়া যাবে। শুধু তাই নয়, গোলাম সোহরাব দোদুলের ‘নীল দরজা’তেও অন্য এক মিমকে পাওয়া যাবে। মিম বলেন, ‘এর আগে দোদুল ভাইয়ের ‘সাপলুডু’ সিনেমায় অভিনয় করেছি। সিনেমাটিতে কাজ করার দারুণ অভিজ্ঞতা। আমি খুবই আশাবাদী ‘সাপলুডু’ নিয়ে। আশাবাদী ‘নীল দরজা’ ওয়েব সিরিজ নিয়েও। কারণ, ‘নীল দরজায় একটা অন্যরকম গল্প বলার চেষ্টা করা হচ্ছে। চঞ্চল ভাইয়ের সাথে অভিনয় আমি সব সময়ই ভীষণ উপভোগ করি। তিনি অনেক বড় মাপের একজন অভিনেতা। তার সাথে কাজের বোঝাপড়াটা চমৎকার।’ বিদ্যা সিনহা মিম জানান শিগগিরই ‘নীল দরজা’ প্রচারে আসবে। খালিদ মাহমুদ মিঠু পরিচালিত ‘জোনাকির আলো’ সিনেমাতে অভিনয় করে মিম প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হন। তবে মিম এটা অনায়াসে স্বীকার করেন তার আজকের সাফল্যের নেপথ্যে তার মা ছবি সাহা ও বাবা বীরেন্দ্র নাথ সাহার ভূমিকা সবচেয়ে বেশি। মিম বলেন, ‘আমার বাবা-মায়ের চেষ্টায়, আশীর্বাদে আমি আজকের এ অবস্থানে পৌঁছেছি। বিশেষত, আমার মায়ের কথা বলতেই হয়। তিনি আমার জন্য অনেক কষ্ট করেছেন।’


আরো সংবাদ



premium cement
আওয়ামী লীগকে ‘ভারতীয় পণ্য’ বললেন গয়েশ্বর দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের ছুরিকাঘাতে দাগনভুঞার যুবক নিহত কাশ্মিরে ট্যাক্সি খাদে পড়ে নিহত ১০ অবশেষে অধিনায়কের ব্যাপারে সিদ্ধান্তে পৌঁছল পাকিস্তান জাতিসঙ্ঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থাকে আবার অর্থায়ন শুরু করবে জাপান শেখ হাসিনার অন্তর্ভুক্তিমূলক রাজনীতি বিএনপিকে অন্ধকারে ঠেলে দিয়েছে : ওবায়দুল কাদের রাশিয়া সমুদ্র তীরবর্তী রিসোর্টে ১৬.৪ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করবে সিরিয়ায় ইসরাইলি হামলায় নিহত ৩৬ সেনা সদস্য দৌলতদিয়া ঘাটে পন্টুন থেকে নদীতে পড়ে যুবকের মৃত্যু অ্যানেসথেসিয়ার পুরনো ওষুধ বাতিল করে কেন নতুনের জন্য বিজ্ঞপ্তি! বাইডেনের মেয়াদে রুশ-মার্কিন সম্পর্কের উন্নতির কোনো আশা নেই : রুশ রাষ্ট্রদূত

সকল