২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

আঞ্চলিক গান গাইলেন ইলিয়াস কাঞ্চন

-

বৈশাখী টিভিতে নতুন বছর থেকে শুরু হয়েছে শোবিজ মিডিয়া তারকাদের জীবনীভিত্তিক অনুষ্ঠান ‘প্রিয়মুখ’। আজ সন্ধ্যা ৬ টায় প্রচার হবে এ অনুষ্ঠানের সপ্তম পর্ব। এ অনুষ্ঠানের জন্য মুখোমুখি কথা বলেছেন নায়ক ইলিয়াস কাঞ্চন। বললেন অজানা অনেক কথা, নিজের কণ্ঠে আঞ্চলিক গানও গাইলেন বহুদিন পর। শহিদুল ইসলাম সজীবের প্রযোজনায় অনুষ্ঠানটি গ্রন্থনা ও সমন্বয়কের দায়িত্ব পালন করেছেন দুলাল খান। বাংলা চলচ্চিত্রের কিংবদন্তিতুল্য নায়ক ইলিয়াস কাঞ্চনের জন্ম এক কৃষক পরিবারে। তার জন্মস্থান কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার আশুতিয়াপাড়া গ্রামে। বাবার নাম হাজী আব্দুল আলী, মা সরুফা খাতুন। তিনি ১৯৭৫ সালে কবি নজরুল সরকারি কলেজ থেকে উচ্চমাধ্যমিক সম্পন্নের পর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞানে স্নাতক ডিগ্রি অর্জন করেন। ৪১ বছরের চলচ্চিত্র ক্যারিয়ারে নাম-যশ-খ্যাতি, প্রভাব প্রতিপত্তি-সবই তিনি পেয়েছেন। পেয়েছেন কোটি কোটি মানুষের অফুরন্ত ভালোবাসা। রাজধানী শহরের দামি ফ্ল্যাটে থাকেন, নামি ব্র্যান্ডের গাড়ি হাঁকান-এ এক অন্য জীবন। পর্দায় নায়ক ইলিয়াস কাঞ্চন সারা পৃথিবীতেই হয়ে উঠেছেন নিরাপদ সড়ক আন্দোলনের প্রতিভূ। পুরো পৃথিবীতে তিনিই প্রথম মানুষ যিনি ‘নিরাপদ সড়ক চাই’ আন্দোলনের সূচনা করেন।


আরো সংবাদ



premium cement