১৮ এপ্রিল ২০২৪, ০৫ বৈশাখ ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৫
`

শুটিংয়ের জন্য সাত দিনের কর্মশালা করবেন শুভ

-

‘ঢাকা অ্যাটাক’ ছবির পর থেকেই নিজের পরিকল্পনা নতুনভাবে সাজিয়েছেন আরিফিন শুভ। তারই অংশ হিসেবে শুটিংয়ের আগে সাত দিনের কর্মশালায় করবেন তিনি। শুভ বলেন, নিজেকে চরিত্রের উপযোগী করে তুলতে চার মাস ধরে চলছে নিজেকে গড়ার মিশন। কোনো ফাঁকি দিচ্ছেন না। আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত এই মিশন চলবে। এরপর ‘মিশন এক্সটিম’ ছবির শুটিং শুরু করবেন।
‘মিশন এক্সটিম’ ছবিতে আরিফিন শুভকে পুলিশের স্পেশাল ফোর্সের একজন চৌকস ও সাহসী অফিসারের ভূমিকায় দেখা যাবে। ছবিটি পরিচালনা করবেন ফয়সাল আহমেদ। তিনি ছিলেন ‘ঢাকা অ্যাটাক’ ছবির প্রধান সহকারী পরিচালক। ‘মিশন এক্সটিম’ ছবির শুটিং শুরু হবে কবে? আরিফিন শুভ বলেন, ‘মার্চ মাস থেকে শুটিং শুরু করার পরিকল্পনা চূড়ান্ত হয়েছে। সেভাবেই নিজেকে তৈরি করছি।’
শুভ আরো বলেন, ‘আমার চরিত্রের জন্য প্রত্যাশিত একটি লুক দরকার। এর জন্য আমাকে ফিজিক্যাল ট্রান্সফরমেশনের মধ্য দিয়ে যেতে হচ্ছে। শত ব্যস্ততার মধ্যেও জিমে গিয়ে এ কাজ করছি। এরই মধ্যে ছয় কেজি ওজন কমিয়েছি। এই সিনেমার জন্য অভিনয় যোগ্যতার পাশাপাশি শারীরিক ফিটনেসেরও দরকার। ফিজিক্যাল ট্রান্সফরমেশনের পর এই সিনেমার সব অভিনয়শিল্পী মিলে সাত দিনের কর্মশালায় অংশ নেবো। তাতে করে শুটিং শুরুর আগেই ছবির কাজ অনেকটা এগিয়ে যাবে।’
‘মিশন এক্সটিম’ অ্যাকশননির্ভর মৌলিক গল্পের সিনেমা। এর কাহিনী, সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন সানি সানোয়ার। তিনি ‘ঢাকা অ্যাটাক’ ছবিরও কাহিনী লিখেছেন। পেশাগত জীবনে সানি সানোয়ার পুলিশের স্পেশাল ফোর্সের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা।
জানা গেছে, ছবিটি পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট ও ঢাকা মেট্রোপলিটন পুলিশের কিছু শ্বাসরুদ্ধকর অভিযান থেকে অনুপ্রাণিত হয়ে নির্মাণ করা হবে। বিভিন্ন দেশে পুলিশের পেশাদারী, ত্যাগ, সাহসিকতা আর সাফল্যের ওপর ভিত্তি করে অনেক সিনেমা নির্মিত হয়েছে। বাংলাদেশে তেমন উদ্যোগ নেই বললেই চলে। ‘ঢাকা অ্যাটাক’ মুক্তির পর দর্শকের চাহিদার কারণে এ ধরনের আরেকটি সিনেমা তৈরি করার উদ্যোগ নেয়া হয়েছে।
আরিফিন শুভ সম্প্রতি শেষ করেছেন ‘জ্যাম’ সিনেমার প্রথম লটের শুটিং। নঈম ইমতিয়াজ নেয়ামূলের এই সিনেমায় তার বিপরীতে অভিনয় করছেন পূর্ণিমা। আছেন ফেরদৌস, চম্পাসহ আরো অনেকে। এই সিনেমায় শুভকে একেবারে অন্য লুকে দেখা যাবে। ছবিতে অন্য অভিনয়শিল্পীদের গেটআপ এরই মধ্যে জানা গেছে। কিন্তু শুভর গেটআপ এখনই প্রকাশ করতে চান না নির্মাতারা। এমনকি শুভ তার শুটিংয়ের সময় সেটে অন্য কোনো ক্যামেরা ঢুকতে দিচ্ছেন না। এ ব্যাপারে তার বক্তব্য, ‘একটা সিনেমা নিয়ে দর্শকের আগ্রহ থাকতে হয়। সব কিছু যদি শুটিংয়ের সময় প্রকাশ করে দেয়া হয়, তাহলে দর্শকের নতুন কিছু দেখার থাকে না। তাই আমার লুক এই মুহূর্তে কেউ জেনে যাক, তা চাই না।’
‘জ্যাম’ ছবির আগে আরিফিন শুভ ‘সাপলুডু’ নামে আরেকটি ছবির কাজ শেষ করেছেন। গোলাম সোহরাব দোদুলের সেই ছবিতে তার সহশিল্পী বিদ্যা সিনহা মিম। এই ছবি নিয়েও বেশ আশাবাদী তিনি।


আরো সংবাদ



premium cement