১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

ছোট ভাইয়ের সাফল্যে গর্বিত মাহমুদ সাজ্জাদ

-

একাদশ জাতীয় সংসদের নির্বাচনের পর সবার আলোচনা ও আগ্রহ ছিল নতুন মন্ত্রিসভা নিয়ে। গেল ৬ জানুয়ারি নতুন মন্ত্রিসভার ঘোষণায় সংস্কৃতি প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন ময়মনসিংহ-৫ আসনের সংসদ সদস্য কে এম খালিদ। যিনি বরেণ্য অভিনেতা মাহমুদ সাজ্জাদের আপন ছোট ভাই। ছোট ভাইয়ের রাজনীতির সাথে সম্পৃক্ত হওয়া এবং দুইবার সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হওয়ার পেছনে পরিবারের বড় ভাই মাহমুদ সাজ্জাদের ভূমিকা ছিল অনেক। ছোট ভাইকে প্রতি মুহূর্তে উৎসাহ, অনুপ্রেরণা দেয়া এবং তার নির্বাচনী প্রচারণায় দিন-রাত অক্লান্ত পরিশ্রম করার ফল হিসেবে আজ ছোট ভাইকে দেশের মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ একটি পদে মন্ত্রী হিসেবে দেখছেন মাহমুদ সাজ্জাদ। তাই ছোট ভাইয়ের মন্ত্রী হওয়া নিয়ে মাহমুদ সাজ্জাদ যেমন গর্বিত, ঠিক তেমনি অনেক বেশি আনন্দিত, উচ্ছ্বসিত। কে এম খালিদের মন্ত্রী হওয়ার মধ্য দিয়ে যেন তার পুরো পরিবারে আনন্দের বন্যা বইছে। কে এম খালিদ এর আগেও ময়মনসিংহ-৫ আসনের সংসদ সদস্য ছিলেন। গত ৭ জানুয়ারি মন্ত্রী হিসেবে শপথ নেয়ার পর রাজধানীর উত্তরায় বাসভবনে তার ভাই মাহমুদ সাজ্জাদসহ কথা হয় তার সাথে। সংস্কৃতিমন্ত্রী হিসেবে তার জীবনের নতুন অধ্যায়ের সূচনা হলো। সংস্কৃতি মন্ত্রী বলেন,‘ শুরুতেই আমি মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। সেই সাথে আমি আমার পরিবারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। প্রধানমন্ত্রী আমার প্রতি যে আস্থা ও বিশ্বাস নিয়ে আমাকে এই দায়িত্ব দিয়েছেন, আমি যেন সেই আস্থার প্রতি সর্বোচ্চ সম্মান রাখতে পারি এটাই হবে আমার সর্বাত্মক চেষ্টা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী, বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী নিয়ে বিশেষ পরিকল্পনা থাকবে, যা বাস্তবায়নে আমার আন্তরিক চেষ্টা থাকবে। সর্বোপরি বাংলাদেশের সংস্কৃতি অঙ্গনের জন্য আমি নিবেদিত হয়ে কাজ করতে চাই। মাত্র তো মন্ত্রী হিসেবে যাত্রা শুরু হলো। এরই মধ্যে পরিকল্পনা গ্রহণ করে কাজ শুরু করব ইনশা আল্লাহ।’ ছোট ভাই সংস্কৃতিমন্ত্রীর কাছে মাহমুদ সাজ্জাদ তার আশা ব্যক্ত করে বলেন, ‘আমি চাই খালিদ তার মেধা দিয়ে, তার কাজ দিয়ে সংস্কৃতি অঙ্গনে এমন কিছু করুক তা যেন পুরো সংস্কৃতি অঙ্গনে ঝড় তুলতে পারে। সবাই যেন জানতে পারে, অনুধাবন করতে পারে যে নতুন সংস্কৃতিমন্ত্রী কিছু একটা করছে। এটা সত্যি যে, আমরা পিছিয়ে যাচ্ছি। সেই পিছিয়ে পড়া সংস্কৃতি অঙ্গনকে যেন এগিয়ে নিয়ে যেতে পারে খালিদের কাছে এটাই প্রত্যাশা থাকবে।’ কে এম খালিদের স্ত্রী ড. সোহেলা আক্তার। তার দুই মেয়ে ঐশী, অর্নি ও এক ছেলে জাহিন। খালিদের ভাইয়েরা হচ্ছেন মাহমুদ সাজ্জাদ, ম হামিদ, কে এম শহীদ ও মেজর ওয়াহিদ।

 


আরো সংবাদ



premium cement