২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

গাজী মাজহারুলের পাশে সানী-মৌসুমী

-

হঠাৎ করেই অসুস্থ হয়ে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে একদিন চিকিৎসাধীন ছিলেন একুশে পদকপ্রাপ্ত বরেণ্য গীতিকার, পরিচালক, প্রযোজক, কাহিনীকার গাজী মাজহারুল আনোয়ার। গত শনিবার পরপর দু’বার মাথা ঘুরে বাসায় পড়ে যাওয়ায় দুই দফায় তাকে হাসপাতালে নেয়া হয়েছিল। শনিবার হাসপাতালে চিকিৎসার পর সুস্থ হয়ে রোববার দুপুরে বাসায় ফিরেছেন তিনি। বাসায় ফেরার পরপরই তাকে দেখতে এবং তার সাথে একান্তে কিছুটা সময় কাটাতে রাজধানীর বারিধারা পার্ক রোডে উপস্থিত হয়েছিলেন রোববার। ওমর সানী-মৌসুমী যখন তার বাসায় গিয়ে পৌঁছান গাজী মাজহারুল আনোয়ার তখন ঘুমাচ্ছিলেন। তার ঘুম না ভাঙা পর্যন্ত ওমর সানী-মৌসুমী অপেক্ষা করছিলেন তাকে একটু দেখার জন্য। বেশ কিছুটা সময় অপেক্ষার পর গাজী মাজহারুল আনোয়ারের ঘুম ভাঙে। হঠাৎ তার বাসায় ওমর সানী-মৌসুমীকে দেখতে পেয়ে বেশ খুুশি হন তিনি। প্রায় দুই ঘণ্টা বিভিন্ন গল্পে মেতে ওঠেন গাজী মাজহারুল আনোয়ার, ওমর সানী ও মৌসুমী।
গাজী মাজহারুল আনোয়ার বলেন, ‘মহান আল্লাহর রহমতে এখন বেশ সুস্থ আছি, ভালো আছি। অনেক ধন্যবাদ ওমর সানী-মৌসুমীকে তাদের ব্যস্ততাকে পেছনে ফেলে সময় করে আমাকে দেখতে আসার জন্য। দোয়া করি আল্লাহ যেন তাদের ভালো রাখেন, সুস্থ রাখেন।’

 


আরো সংবাদ



premium cement