২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

জুটিবদ্ধ হলেন হাসান ও সুস্মিতা

-

আ খ ম হাসান নাট্যপ্রেমী দর্শকের কাছে অনেক প্রিয় একজন অভিনেতা। দেশ বিদেশে তার অভিনীত নাটকগুলো এখন ইউটিউবে বিশেষত বেশি জনপ্রিয়তা পায়। যে কারণে তার সমসাময়িক অনেক অভিনেতার চেয়ে মাসজুড়ে শুটিংয়ে তার ব্যস্ততা অনেক বেশি। বলা যায় প্রায় মাসজুড়েই থাকে তার ব্যস্ততা। নতুন নতুন অভিনেত্রীদের সব সময়ই সহযোগিতার হাত বাড়িয়ে দেন আ খ ম হাসান। এই সময়ের শ্রোতাপ্রিয় কণ্ঠশিল্পী ও সঙ্গীত পরিচালক শানের ‘কন্যারে’ গানের মিউজিক ভিডিওতে মডেল হিসেবে কাজ করে আলোচনায় আসা সুস্মিতা সিনহা এবার টিভি নাটকে অভিনয় করেছেন আ খ ম হাসানের বিপরীতে। একসাথে দু’টি নাটকে আ খ ম হাসান ও সুস্মিতা সিনহা জুটিবদ্ধ হয়ে অভিনয় করেছেন। নাটক দু’টির নাম ‘কিস্তি কাদের’ ও ‘ডেঙ্গু নাসির’। এরই মধ্যে হাসান ও সুস্মিতা দুটো নাটকেরই কাজ শেষ করেছেন। নাটক দু’টি নির্মাণ করেছেন মাসুদ করিম সুজন। রচনা করেছেন পাপ্পু রাজ। দু’টি নাটকই প্রযোজনা করেছে ‘দাঁড়কাক’ মিডিয়া। দু’টি নাটকে অভিনয় প্রসঙ্গে আ খ ম হাসান বলেন, ‘দু’টি নাটকেরই গল্প মূলত আমাকে কেন্দ্র করে। গল্পের প্রয়োজনে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছে সুস্মিতা সিনহা। সুস্মিতা নতুন হলেও অভিনয়ে বেশ ভালো করার চেষ্টা করছে। তার চেষ্টার এই ধারাবাহিকতায় বজায় থাকলে ভবিষ্যতে অনেক ভালো একজন অভিনেত্রী হতে পারবে।’ খুলনার মেয়ে সুস্মিতা সিনহা বলেন, ‘আ খ ম হাসান ভাইয়ের সাথে এর আগেও আমি অভিনয় করেছি। তিনি খুবই সহযোগিতাপরায়ণ একজন শিল্পী। মাসুদ করিম সুজন ভাইকে অনেক ধন্যবাদ হাসান ভাইয়ের সাথে আমাকে দু’টি নাটকে অভিনয় করার সুযোগ করে দেয়ার জন্য।’ নির্মাতা মাসুদ করিম সুজন বলেন, আসছে ফেব্রুয়ারি অথবা মার্চ মাসে দু’টি নাটকই প্রচারে আসবে। টিভি নাটকে সুস্মিতার অভিষেক হয় ফেরদৌস হাসান রানার নির্দেশনায় ‘কী আজব অন্ধ’ নাটকে অভিনয়ের মধ্য দিয়ে। এরপর তিনি সালাহ উদ্দিন লাভলু, সকাল আহমেদ, হিমেল আশরাফের নির্দেশনাতেও নাটকে অভিনয় করেছেন। বর্তমানে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমবিবিএ’তে অধ্যয়নরত। এদিকে আ খ ম হাসান অভিনীত শামীম জামান পরিচালিত নতুন ধারাবাহিক নাটক ‘চাটাম ঘর’ বাংলা ভিশনে প্রচার শুরু হয়েছে।
ছবি : আলিফ হোসেন রিফাত

 


আরো সংবাদ



premium cement