২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

জমকালো আয়োজনে গানবাংলার প্রতিষ্ঠাবার্ষিকী

-

রক গানের অন্যতম পুরোধা, ব্যান্ডশিল্পী আইয়ুব বাচ্চুকে জাতীয় পর্যায়ে ‘রক আইকন’ হিসেবে স্বীকৃতি দেয়ার দাবি উচ্চকিত হলো গানবাংলা টেলিভিশনের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে। ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে বারিধারার গানবাংলা টেলিভিশনের নিজস্ব কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে এলআরবি ব্যান্ডের সদস্যরা এ দাবি জানান। তারা গানবাংলা টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কৌশিক হোসেন তাপসের কাছে অনুরোধ করেন, তাদের এই দাবি সরকারের যথাযথ কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেয়ার জন্য। গানমানুষ তাপস বলেন, ‘আইয়ুব বাচ্চু আমার সঙ্গীত জীবনের আদর্শ। আমি তার কাছ থেকে প্রতি মুহূর্তে অনুপ্রাণিত হয়েছি। তার মতো রকস্টারকে জাতীয়ভাবে রকস্টার করার দাবি আমাদের সঙ্গীত জগতের সবার প্রাণের দাবি। এ দাবি আমি অবশ্যই সরকারের যথাযথ কর্তৃপক্ষের কাছে উত্থাপন করব এবং সেটা যত তাড়াতাড়ি সম্ভব। জানি না তাকে জাতীয়ভাবে এ সম্মান দেয়া হবে কি না, তবে তিনি ইতোমধ্যেই দেশবাসীর কাছে পুরোধা রকস্টার হিসেবে স্বীকৃতি পেয়ে গেছেন। আমি মনে করি, এটাই তার সবচেয়ে বড় স্বীকৃতি। কারণ আইয়ুব বাচ্চু বেঁচে থাকবেন কোটি দর্শকের ভালোবাসায়, কোটি কোটি বছর ধরে।’ তাপসের কথায় স্বীকৃতি দিয়ে অনুষ্ঠানে আগত-অভ্যাগত দর্শক ও সুধীমহল এবি এবি বলে চিৎকার করে এ দাবির প্রতি জোরালো সমর্থন জানায়। এবার গানবাংলা টেলিভিশনের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিক অনুষ্ঠানটি সম্পূর্ণভাবে নিবেদন করা হয় আইয়ুব বাচ্চুকে উৎসর্গ করেই। অনুষ্ঠানে আগত সব শিল্পী সম্মিলিত কণ্ঠে আইয়ুব বাচ্চুর কয়েকটি গান পরিবেশন করেন। তাদের সাথে যন্ত্রবাদন করেন এলআরবি ব্যান্ডের যন্ত্রশিল্পীরা। চোখে জল আর হৃদয়ভরা আবেগ নিয়ে দর্শকেরাও সেসব গানে কণ্ঠ মেলান। উল্লেখ্য, ১৫ ডিসেম্বর রাত ১২টায় কেক কাটার মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিকতা শুরু হয়। রাতভর গানে গানে, প্রাণোচ্ছ্বল উন্মাদনায় মিলনমেলায় পরিণত হয় অনুষ্ঠান স্থল। জমকালো এ আয়োজনে উপস্থিত ছিলেন দেশের অডিও জগতের শিল্পী-কুশলী ছাড়াও চলচ্চিত্র তারকা, টিভি অভিনেত্রা, র্যাম্প মডেলসহ আলোচিত তারকারা। সঙ্গীত শিল্পীদের মধ্যে উপস্থিত ছিলেন কণ্ঠশিল্পী রফিকুল আলম, তপন চৌধুরী, কুমার বিশ্বজিৎ, ফাহমিদা নবী, পারভেজ, বাপ্পা মজুমদার, হাসান আবিদুর রেজা জুয়েল, চিশতী বাউল, জুয়েল মোর্শেদ, মিলন মাহমুদ, তন্ময় তানসেন, হায়দার হোসেন, পথিক নবী, রিংকু, বেলাল খান, মেহের আফরোজ শাওন, লোপা হোসাইন, ঐশী, দিনাত জাহান মুন্নী, বেলী, সঞ্জীব, কোনাল, রেশমী, তাসফি প্রমুখ। অনুষ্ঠানে উপস্থিত দেশবরেণ্য প্রখ্যাত শিল্পীদের পাশাপাশি নবীন শিল্পীরা রাতভর সঙ্গীত পরিবেশন করেন।

 


আরো সংবাদ



premium cement