২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

রাত্রির যাত্রী দেখার আহ্বান জানালেন মৌসুমী

-

আগামী ১৪ ডিসেম্বর মুক্তি পাচ্ছে হাবিবুল ইসলাম হাবিব পরিচালিত বহুল প্রতীক্ষিত সিনেমা প্রিয়দর্শিনী মৌসুমী অভিনীত ‘রাত্রির যাত্রী’। সিনেমাটি মুক্তির লক্ষ্যে বিভিন্ন ধরনের প্রচারণার উদ্যোগ নিয়েছেন পরিচালক হাবিবুল ইসলাম হাবিব। এর প্রথম পদক্ষেপ হিসেবে ৪ ডিসেম্বর বেলা ১টায় রাজধানীর বনানীতে অবস্থিত কানাডিয়ান ইউনিভার্সিটির ফিল্ম অ্যান্ড টেলিভিশন ডিপার্টমেন্ট আয়োজিত বিশেষ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন প্রিয়দর্শিনী মৌসুমী। ‘রাত্রির যাত্রী’র মুক্তি উপলক্ষে আয়োজিত বিশেষ এই অনুষ্ঠানের কেন্দ্রবিন্দুতে ছিলেন মৌসুমী। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মো: মাহফুজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন সিনেমার পরিচালক হাবিবুল ইসলাম হাবিব ও কিংবদন্তি সিনেমাটোগ্রাফার, চলচ্চিত্র পরিচালিত আবদুল লতিফ বাচ্চু। অনুষ্ঠানের শুরুতেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রামিসা ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করে নেন হাবিবুল ইসলাম হাবিবকে এবং ফিওনা ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করে নেন প্রিয়দর্শিনী মৌসুমীকে। মূল অনুষ্ঠানের শুরুতেই ড. বাবুলের উপস্থাপনায় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আসাদুজ্জামান সোবহানী রাত্রির যাত্রী প্রসঙ্গে কিছু কথা বলেন। আবদুল লতিফ বাচ্চু বলেন, ‘একটি সিনেমার ট্রেইলারের মধ্যেই বুঝানো হয়ে থাকে যে সিনেমায় কী আছে। রাত্রির যাত্রীর ট্রেইলার দেখেই বুঝতে পেরেছি কেমন হবে সিনেমাটি। একটি কথা না বললেই নয়, সিনেমাতে যাদের গুরুত্বপূর্ণ চরিত্রে নির্বাচিত করা হয় তাদের অভিনয়ের প্রতি গুরুত্ব দিয়ে সিনেমা যথাযথভাবে নির্মাণ করলে তা দেখতে দর্শক হলমুখী হন। আমার বিশ্বাস হাবিবুল ইসলাম হাবিব মৌসুমীসহ অন্য যাদের নিয়ে সিনেমাটি নির্মাণ করেছেন তা যথাযথভাবেই করেছেন এবং রাত্রির যাত্রী দেখতে দর্শক হলে যাবেন। কারণ আমি বুঝতে পেরেছি হাবিবের সিনেমায় সবই আছে। সবার বক্তৃতার মাঝে মৌসুমীকে ঘিরে শিক্ষার্থীদের মধ্যে কুইজ রাখা হয়। তিনজন ছাত্র এবং তিনজন ছাত্রী সেই প্রশ্নের সঠিক উত্তর দিয়ে পুরস্কার লাভ করে। এর মধ্যে সিনেমার ট্রেইলার এবং সিনেমার একটি গানও দেখানো হয়। নির্মাতা হাবিবুল ইসলাম হাবিব বলেন, ‘রাত্রির যাত্রী কোনোভাবেই শেষ হতো না যদি না মৌসুমী আপু আমাকে সহযোগিতা না করতেন। তার মতো এভাবে কোনো শিল্পী পরিচালককে সহযোগিতা করেন কি না আমার জানা নেই। শুটিংয়ের সময় তিনি সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত শুটিং করেছেন, আবার নিজেই গাড়ি ড্রাইভ করে বাড়ি ফিরেছেন। তিনি আমার সিনেমার জন্য এই কষ্ট হাসিমুখে মেনে নিয়েছেন। তাই আমার সিনেমার জন্য তিনি যখন যাই করতে বলেন তা আমি করার চেষ্টা করি। আপনাদের শুধু এতটুকুই বলব, প্লিজ আপনারা হলে গিয়ে সিনেমাটি দেখবেন।’ সবার শেষে মঞ্চে উঠে আসেন মৌসুমী। মৌসুমী মঞ্চে উঠেই সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ‘এমন অনেক সিনেমাই নির্মিত হয় মুক্তির আগে প্রচারণায় অংশগ্রহণের সুযোগ থাকে না। কিন্তু রাত্রির যাত্রী এমনই একটি সিনেমা যার প্রচারণায় আমি নিজে উদ্বুদ্ধ হয়েই অংশগ্রহণ করছি।


আরো সংবাদ



premium cement