১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

দীপার ৪০ বছর পদার্পণে মৌর চমক

-

গেলো ২৮ নভেম্বর ছিল জনপ্রিয় নাট্যাভিনেত্রী দীপা খন্দকারের জন্মদিন। জন্মদিন পেরিয়ে যাওয়ার পর দীপা খন্দকার ২৮ নভেম্বর রাত ১২টা ২২ মিনিটে তার ফেসবুকের ওয়ালে একটি স্ট্যাটাস দেন। যা ছিল I am 40 today .Yes with lots of wrinkles.. Actually lots of experience & maturity. যদি বলি জীবনের অর্ধেক কাটিয়ে দিলাম তবে ভুল হবে। কারণ আমি কোনোভাবেই আশা করি না ৮০ বছর বাঁচব। সে হিসেবে জীবনের বেশির ভাগ সময় কাটিয়ে দিয়েছি। এই দীর্ঘ সময়ে আমাকে যারা এক বিন্দুও ভালোবেসেছে , পাশে থেকেছে,পাশে রেখেছে, দয়া মায়া এমনকি যে একটু হিংসা বা ঘৃণা করেছে সবার প্রতি আমার কৃতজ্ঞতা। রাগ অভিমান কষ্ট কোনো কিছুর জন্যই আর আমার অভিযোগ নেই। সব কিছু মিলিয়েই আজকের আমি। সময়ের প্রয়োজনে জীবনের প্রয়োজনে যা কিছু করেছি যা কিছু পেয়েছি যা পাওয়া উচিত ছিল কিন্তু পাইনি তার কোনো কিছুর জন্যই আমার কোনো কষ্ট লজ্জা বা গ্লানি কোনো কিছুই নেই। এত ভালোবাসা শুভেচ্ছা শুভ কামনা ক’জন পায়? পাশে থাকবেন আর পাশে রাখবেন..’। দীপার এই স্ট্যাটাসে অনেক প্রিয় প্রিয় সহকর্মী এবং তার ভক্ত দর্শকেরা কমেন্টস করেছেন। দীপা বারবারই আবেগাপ্লুত হয়েছেন। তবে আরো অনেক অনেক বেশি আবেগাপ্লুত হয়েছেন দীপা খন্দকার গতকাল সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত। কারণ গতকাল রাতে অভিনেত্রী তাহমিনা সুলতানা মৌর বাসায় দীপার চল্লিশে পদার্পণ উপলক্ষে এক বিশেষ আয়োজন করা হয়েছিল যার পুরো কৃতিত্বই ছিল মৌর। অবশ্য দীপা খন্দকার জানতেনই না যে তাকে ঘিরে চমৎকার একটি আয়োজন অপেক্ষা করছিল। একে একে যখন সব প্রিয় সহকর্মীরা মৌর বাসায় উপস্থিত হচ্ছিলেন, দীপার হাসিমুখে যেন আনন্দের প্রকাশ পাওয়া যাচ্ছিল আরো বেশি। মৌর আহ্বানে দীপাকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত মৌর বাসায় উপস্থিত হয়েছিলেন সুবর্ণা মুস্তাফা-বদরুল আনাম সৌদ, ওয়াহিদা মল্লিক জলি, চিত্রলেখা গুহ, সাবেরী আলম, শাবনাজ, তানভীন সুইটি-রিপন, বিজরী বরকত উল্যাহ, মোশাররফ করিম, শোয়েব ইসলাম-মৌসুমী নাগ, শাহেদ-নাতাশা, মীর সাব্বির-চুমকি, বন্যা মির্জা-মানস, রুনা খান, নাঈম-নাদিয়া, তানভীর-জেনি, তুষ্টি, অনিমেষ আইচ-ভাবনা, নীলাঞ্জনা নীলা, নাট্যনির্দেশক রুলীন রহমান, আরিফ খান, চয়নিকা চৌধুরী, অমিতাভ আহমেদ রানা, শান্তা রহমানসহ আরো অনেকে। দীপা জন্মদিনকে ঘিরে মৌর বাসায় যেন কাল তারকাদের এক মিলন মেলাই বসেছিল।


আরো সংবাদ



premium cement
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে সিএনজি ও বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ৪ ভান্ডারিয়ায় ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় প্রতিযোগিতা দেখতে দর্শনার্থীদের ঢল তীব্র তাপপ্রবাহের কারণে ৭ দিন স্কুল বন্ধের দাবি চাটমোহরে ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত বিএনপি সাম্প্রদায়িক শক্তি, এদের রুখতে হবে : ওবায়দুল কাদের সাদিক এগ্রোর ব্রাহামা জাতের গরু দেখলেন প্রধানমন্ত্রী ভারতে লোকসভা নির্বাচনে প্রথম ধাপে ভোট পড়েছে ৬০ শতাংশ সারা বিশ্ব আজ জুলুমবাজদের নির্যাতনের শিকার : ডা. শফিকুর রহমান মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশী : পররাষ্ট্রমন্ত্রী চন্দনাইশ, বাঁশখালী ও বোয়ালখালীতে ৩ জনের মৃত্যু গাজায় ইসরাইলি হামলায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল

সকল