২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

সেরা জুটি ভালোবাসার দুই নাটকে

-

দর্শকের বিবেচনায় টিভি পর্দার এই সময়ের সেরা জুটি জিয়াউল ফারুক অপূর্ব ও মেহজাবিন চৌধুরী। বছরের শুরুতেই ভালোবাসা দিবসে শিহাব শাহীনের নির্দেশনায় তুমি যদি বলো নাটকে অভিনয়ের মধ্য দিয়ে ২০১৮-এর প্রথম আলোচনায় আসেন ওই তারকা জুটি। এরপর জাকারিয়া শেখিনের যদি তুমি জানতে, জলসা ঘর, মিজানুর রহমান আরিয়ানের সুখে দুঃখে, আস্থা মাহমুদুর রহমান হিমির তোমার অপেক্ষায়, ইচ্ছে খাম, মাবরুর রশীদ বান্নাহর কতদিন পর হলো দেখা, বি ইউ শুভর টুকেরা প্রেমের টান, সাব্বির-মামুনের পাশাপাশিসহ আরো বেশ কিছু নাটক টেলিফিল্ম বেশ দর্শকপ্রিয়তা পেয়েছে। বছরজুড়ে এসব নাটক দর্শক বেশ আগ্রহ নিয়েই উপভোগ করছেন। দর্শকের ভালোবাসায় সময়ের শ্রেষ্ঠ জুটিতে পরিণত হওয়া এই দুই তারকাকে নিয়ে আগামী ভালোবাসা দিবসের জন্য বি ইউ শুভ দুটি নাটক নির্মাণ করেছেন। একটি ড্রিমগার্ল এবং অন্যটি ফার্স্ট লাভ। এরই মধ্যে রাজধানীর উত্তরাসহ বিভিন্ন মনোরম লোকেশনে নাটক দুটির কাজ শেষ হয়েছে। অপূর্ব ও মেহজাবিন জানান, দুটি নাটকেরই গল্প বেশ রোমান্টিক। বছরজুড়ে একের পর এক নাটকে মেহজাবিনের সাথে অধিক নাটকে কাজ করা এবং একজন সহশিল্পী হিসেবে মেহজাবিন প্রসঙ্গে অপূর্ব বলেন, ‘সত্যি বলতে কি, জুটি তো আর ইচ্ছে করলেই আমরা হতে পারি না, বা পরিচালক ইচ্ছে করলেও সৃষ্টি করতে পারেন না। এটা একান্তই দর্শকের ভালোলাগার ওপর নির্ভর করে। এ জন্য আমি দর্শকের কাছে কৃতজ্ঞ। আর একটি কথা না বললেই নয়, আমার কাছে অভিনয়ের প্রথম শর্তই হচ্ছেÑ যে সংলাপটি বলছি তা কেন বলছি, তা জেনে দেয়া। এ ভাবনাটা অনেকেই এ সময়ে ভাবেন না, কিন্তু মেহজাবিন তা ভাবে। অভিনয়ের প্রতি ডেডিকেটেড একজন শিল্পী বলেই তার লুক, চরিত্র ও কস্টিউম নিয়ে সে অনেক ভাবে। মেহাজাবিন একজন পেশাদার অভিনেত্রী, একজন সিরিয়াস অভিনেত্রী। যে কারণে তার ফলাফলও সে পাচ্ছে, সে নিজেকেই নিজে ছাড়িয়ে যাচ্ছে।’অপূর্ব ও মেহজাবিন অভিনীত ড্রিমগার্ল ও ফার্স্ট লাভ আগামী ভালোবাসা দিবসে দুটি ভিন্ন স্যাটেলাইট চ্যানেলে প্রচার হবে।
ছবি : মোহসীন আহমেদ কাওছার

 


আরো সংবাদ



premium cement
ফিলিপাইনে ব্রহ্মস পাঠাল ভারত, ৩৭৫ মিলিয়ন ডলারের চুক্তি চীনের মোকাবেলায় নতুন ডিভিশন ভারতীয় সেনাবাহিনীতে! আবারো চেন্নাইয়ের হার, ম্লান মোস্তাফিজ 'কেএনএফ' সন্ত্রাস : সার্বভৌম নিরাপত্তা সতর্কতা অর্থনীতিতে চুরি : ব্যাংকে ডাকাতি পাকিস্তানে আফগান তালেবান আলেম নিহত যুক্তরাষ্ট্রের সাহায্য না করলে এ বছরই রাশিয়ার কাছে হারতে পারে ইউক্রেন : সিআইএ প্রধান রাশিয়ার সামরিক শিল্পক্ষেত্রে প্রধান যোগানদার চীন : ব্লিংকন ইরাকে সামরিক ঘাঁটিতে 'বিকট বিস্ফোরণ' শেখ হাসিনা সব প্রতিবন্ধকতা উপড়ে ফেলে দেশকে এগিয়ে নিয়ে চলেছেন: পররাষ্ট্রমন্ত্রী গাজায় ইসরাইলি গণহত্যা বন্ধে বিশ্ববাসীকে সোচ্চার

সকল