২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫
`

প্রাঙ্গণেমোর-এর নাটক কনডেমড সেল

-

বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল হলে গতকাল সন্ধ্যা ৭টায় প্রাঙ্গণেমোর-এর নাটক কনডেমড সেল মঞ্চায়িত হয়েছে। নাটকটি প্রাঙ্গণেমোর নাট্যদলের দশম প্রযোজনা।
কনডেমড সেল নাটকটিতে অভিনয় করেছেনÑ নূনা আফরোজ, অনন্ত হিরা, আউয়াল রেজা, রামিজ রাজু, জাহিদুল ইসলাম, মাইনুল তাওহীদ, সবুক্তগীন শুভ, শুভেচ্ছা, তুহিন, সুজন, সোহাগ, সুজয়, প্রকৃতিসহ আরো অনেকে।কনডেমড সেল নাটকের ঘটনাপ্রবাহ এবং সব চরিত্র কাল্পনিক। নাট্যকার এ নাট্যপ্রয়াসকে আমাদের প্রিয় মাতৃভূমিতে বাঙালি জাতির সবচেয়ে গৌরবময় ঘটনা ১৯৭১ সালের স্বাধীনতা অর্জনের আগে আমাদের মহান মুক্তিযুদ্ধ চলাকালীন পাকিস্তানি বর্বর হানাদার বাহিনী এবং তাদের এদেশীয় দোসর নরঘাতকতা দর্শকের নিজের নিজের দেখা কোনো চরিত্র ঘটনা বা অভিজ্ঞতার সাথে যদি এ নাটকের কোনো চরিত্রের সাদৃশ্য খুঁজে পান বা আবিষ্কার করেন সে দায় দর্শকেরই। আর যেসব দর্শক কোনো সাদৃশ্য খুঁজে পাবেন না বা সাদৃশ্য আবিষ্কার করতে ব্যর্থ হবেন, তারা দায়মুক্তি নিয়েই গৃহে ফিরতে পারবেন।


আরো সংবাদ



premium cement