১৮ এপ্রিল ২০২৪, ০৫ বৈশাখ ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৫
`

মঞ্চ নাটকে মিলা হোসেন

-

মডেল অভিনেত্রী মিলা হোসেন দীর্ঘদিন ধরেই দেশের বাইরে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে বসবাস করছেন। সেখানে তিনি তার স্বামী জাকারিয়া মাসুদ জিকোর সাথে আছেন। তবে মাঝে মধ্যে ঢাকায় এসে বিভিন্ন নাটক, টেলিফিল্ম ও বিজ্ঞাপনে কাজ করেন। সেটি সীমিত সময়ের জন্য। মিলা হোসেন মডেল হিসেবে যতটা জনপ্রিয় একজন অভিনেত্রী হিসেবেও ততটা জনপ্রিয়। দর্শকের ভালোবাসার মধ্যে থাকতে চান বিধায় তিনি দেশে যখনই আসেন তখনই অভিনয় করেন বিভিন্ন নাটক-টেলিফিল্মে। তবে মিলাকে কখনোই মঞ্চনাটকে অভিনয়ে দেখা যায়নি। ২০০২-২০০৩ সালে ‘রক্তকরবী’ নাটকে অভিনয় করার কথা থাকলেও শেষ পর্যন্ত সে নিউ ইয়র্কে চলে যাওয়ার কারণে আর মঞ্চনাটকে অভিনয় করা হয়ে উঠেনি মিলার। তবে অবশেষে তাকে মঞ্চনাটকে অভিনয়ে দেখা গেছে। গত ১১ নভেম্বর নিউ ইয়র্কের লংআইল্যান্ডের লেবিটাউন কমিউনিটি হলে প্রবাসী বাংলাদেশী ডাক্তারদের সংগঠন ‘শিল্পাঙ্গন’ আয়োজিত নবান্ন উৎসবে একটি মুক্তিযুদ্ধভিত্তিক নাটক মঞ্চস্থ করে। নাটকের নাম ‘এই খানে দরজা ছিল’। নাটকটির রচয়িতা ডা: আমার আশরাফ এবং নির্দেশক ছিলেন ডা: নজরুল ইসলাম। এই মঞ্চ নাটকের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করে উপস্থিত দর্শকদের মুগ্ধ করেন মিলা হোসেন। কমিউনিটি হল ভর্তি দর্শকের মুখে মুখে ছিল মিলার অভিনয়ের প্রশংসা। অনেক দর্শকের মধ্যে কণ্ঠশিল্পী সুবীরনন্দী, প্রিয়া ডায়েস, তনিমা হাদীও ছিলেন। মিলা বলেন, ‘অবশেষে মঞ্চে অভিনয়ের স্বপ্নটা পূরণ হলো। তবে দর্শকের কাছ থেকে এত সাড়া পাব ভাবতেও পারিনি। আমি সত্যিই অনেক আবেগাপ্লুত হয়ে পড়েছিলাম।’ এ দিকে দীর্ঘ দিন পর আমেরিকার বিভিন্ন নান্দনিক লোকেশনে ধারণকৃত একটি মিউজিক ভিডিওতে মডেল হয়েছেন মিলা হোসেন। দীর্ঘ দিন পর তিনি কোনো মিউজিক ভিডিওর মডেল হলেন। এলিটা করিমের গাওয়া ‘এই শহরের বুকে তুমি আর আমি, এই শহরই তোমার আমার ঘরবাড়ি’ গানটিতে মডেল হয়েছেন তিনি। গানটি লিখেছেন নিউ ইয়র্ক প্রবাসী সারোয়ার হাবিব এবং সুর-সঙ্গীতায়োজন করেছেন নাসিম দুর্জয়। মিউজিক ভিডিও নির্মাণ করেছেন সারোয়ার হাবিব। শিগগিরই গানটি ইউটিউবে এবং বাংলাদেশের কয়েকটি চ্যানেলে প্রকাশ পাবে।


আরো সংবাদ



premium cement
সাংবাদিকতার পথিকৃৎ কাঙ্গাল হরিনাথ মজুমদারের ১২৮তম প্রয়াণ দিবসে স্মরণ সভা শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষকদের শূন্য পদ দ্রুত পূরণের নির্দেশ ট্রেনের ইঞ্জিনের সামনে ঝুলন্ত নারীর লাশ উদ্ধার মধুর প্রতিশোধে সিটিকে বিদায় করে সেমিফাইনালে রিয়াল মাদ্রিদ রাজশাহীতে ভুয়া তিন সেনা সদস্য গ্রেফতার ডেঙ্গুতে আরো একজনের মৃত্যু, আক্রান্ত ২৩ চেয়ারম্যান প্রার্থীকে অপহরণ, প্রতিদ্বন্দ্বী আ'লীগ নেতাকে ইসির শোকজ বেসিস নির্বাচনে ওয়ান টিমের প্যানেল ঘোষণা চরফ্যাশনে স্কুল শিক্ষিকাকে কোপানো মামলার আসামি গ্রেফতার ফরিদপুরে মাইক্রোবাস-মাহেন্দ্র মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৫ ভেটো ছাড়াই ফিলিস্তিনের জাতিসঙ্ঘ সদস্যপদ ঠেকানোর চেষ্টায় যুক্তরাষ্ট্র

সকল