১৮ এপ্রিল ২০২৪, ০৫ বৈশাখ ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৫
`

অবশেষে আসছে দহন

-

কথা ছিল রায়হান রাফি পরিচালিত জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত ‘দহন’ সিনেমাটি মুক্তি পাবে ১৬ নভেম্বর। কিন্তু মুক্তির তারিখ পিছিয়ে তা চূড়ান্ত করা হয়েছে আগামী ৩০ নভেম্বর। বিষয়টি নিশ্চিত করেছেন জাজের কর্ণধার আব্দুল আজিজ। ‘দহন’র গল্পের মূল ভাবনা তারই। লিখেছেন দেলোয়ার হোসেন দিল। এরই মধ্যে ‘দহন’ টিম সিনেমাটির প্রচারণাতেও ব্যস্ত হয়ে উঠেছেন। এই সিনেমায় আবারো জুটিবদ্ধ হয়ে অভিনয় করেছেন সিয়াম আহমেদ ও পূজা চেরী। তবে এই সিনেমাতেই প্রথম একসাথে অভিনয় করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী জাকিয়া বারী মম ও পূজা চেরী। সিনেমার পর্দায় এর আগে দুইজনকে দর্শক আলাদাভাবে বিভিন্ন সিনেমায় দেখেছেন। তবে এবারই প্রথম দু’জনকে একসাথে একই সিনেমায় দেখবেন। মমর সাথে অভিনয় করতে পেরে ভীষণ উচ্ছ্বসিত পূজা চেরী। অন্য দিকে জাকিয়া বারী মমর সহশিল্পী হিসেবে পূজা চেরীকে পেয়ে আনন্দিত ছিলেন। জাকিয়া বারী মম বলেন, ‘চোখের সামনেই পূজা শিশুশিল্পী থেকে নায়িকা হয়েছে। ‘পোড়ামন-টু’তে পূজা খুব চমৎকার অভিনয় করেছে। ‘দহন’-এও পূজা অসাধারণ অভিনয় করেছে। তাকে যে চরিত্র দেয়া হয়েছে তাতে নিজেকে মানিয়ে নিয়েই অভিনয় করেছে। পূজাকে আমি খুব স্নেহ করি। একসাথে কাজ করতে গিয়েও আমাদের সুন্দর একটা সম্পর্কও হয়েছে। আমার বিশ্বাস ‘দহন’ সিনেমাতেও তার অভিনয় দর্শককে মুগ্ধ করবে।’ মমর সাথে প্রথম একই সিনেমায় অভিনয় করা প্রসঙ্গে পূজা চেরী জানান, ‘এটা আমার সৌভাগ্য যে সিনেমায় অভিনয় করতে এসে অনেক বড় মাপের শিল্পীদের সাথে অভিনয় করার সুযোগ হয়েছে আমার। মম আপু খুব ভালো একজন অভিনেত্রী এ কথায় কোনো সন্দেহ নেই। সর্বোপরি খুব ভালো মনের একজন মানুষ। তার সাথে কাজ করার সময়টুটুক আমি ভীষণ উপভোগ করেছি। খুব ভালো লেগেছে কাজ করে। তিনি আমাকে খুব সহজেই আপন করে নিয়েছেন। আমার বিশ্বাস রুপালি পর্দায় আমাদের দু’জনের অভিনয় দর্শককে মুগ্ধ করবে।’ ‘দহন’-এ আরো যারা অভিনয় করেছেন তারা হচ্ছেন তারিক আনাম খান, ফজলুর রহমান বাবু, মনিরা মিঠু, রিপাসহ আরো অনেকে। এ দিকে মম অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা অরুণ চৌধুরী পরিচালিত ‘আলতাবানু’।
ছবি : গোলাম সাব্বির

 


আরো সংবাদ



premium cement