২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

গহীনের গানে তমা আমান

-

জনপ্রিয় সঙ্গীতশিল্পী আসিফ আকবরের ৯টি গান নিয়ে সাদাত হোসাইন নির্মাণ করছেন মিউজিক্যাল ফিল্ম ‘গহীনের গান’। বাংলা ঢোলের প্রযোজনায় নির্মাণ চলতি এই মিউজিক্যাল ফিল্মের কাজ গত ৩১ অক্টোবর শেষ করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নায়িকা তমা মির্জা ও নায়ক আমান। এই মিউজিক্যাল ফিল্মের গল্পে গল্পে তিনটি গানে তমা মির্জা ও আমানকে অভিনয় করতে দেখা যাবে। এরই মধ্যে অন্য ছয়টি গান’সহ ফিল্মটির গানের প্রাসঙ্গিকতার গল্পে অভিনয় করেছেন আসিফ আকবর ও তানজিকা আমিন। বাংলা ঢোলের ব্যবস্থাপনা পরিচালক এনামুল হক অবশ্য ‘গহীনের গান’কে মিউজিক্যাল ফিল্ম বলতে নারাজ। তিনি বলেন, ‘আসিফ ভাইয়ের গাওয়া ৯টি গান নিয়ে ‘গহীনের গান’কে আমি মিউজিক্যাল ফিল্ম বলতে চাচ্ছি না। আমার ভাষ্য মতে, এটি একটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। আর চলচ্চিত্র বলেই আমাদের লক্ষ্য হচ্ছে সিনেমা হলে মুক্তি দেয়া। সেই লক্ষ্যেই কিন্তু এখন আমাদের বাকি কাজ এগিয়ে যাবে। আমি আশা করছি দর্শকের কাছে উপভোগ্য করে তোলার জন্য ‘গহীনের গান’ হয়ে উঠবে একটি ভালোলাগার মতো পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র।’ ‘গহীনের গান’-এ অভিনয় প্রসঙ্গে তমা মির্জা বলেন, ‘আমার অভিনয় ক্যারিয়ারে এটি একটি ব্যতিক্রম কাজ। সাদাত ভাই খুব যতœ নিয়ে কাজটি করছেন। আমি ও আমান আমাদের গানগুলোতে সুন্দরভাবে নিজেদের উপস্থাপনের চেষ্টা করেছি। শুটিংয়ের আগে নিজেদের মধ্যে ভালোভাবে গল্পটা বুঝে অভিনয় করার চেষ্টা করেছি। যে কারণে ‘গহীনের গান’ নিয়ে আমি ভীষণ আশাবাদী।’ আমান বলেন, ‘একেবারেই ভিন্নধর্মী একটি কাজ করলাম। বাংলা ঢোল পরিবার, আসিফ আকবর ভাই, সাদাত হোসাইন ভাইসহ পুরো ইউনিটের কাছে আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ আমাকে এমন চমৎকার একটি কাজের সাথে যুক্ত রাখার জন্য। কিছু কাজ আছে হৃদয়ে গেঁথে যায়। ‘গহীনের গান’ ঠিক তেমনই একটি কাজ।


আরো সংবাদ



premium cement