২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

অস্ট্রেলিয়ায় বিপাশা

-

তারকাদের ওয়েব সিরিজে কাজ করার আগ্রহ দিন দিন বেড়েই চলেছে। ওয়েব সিরিজে কাজ করার তালিকায় এবার যুক্ত হলেন চলচ্চিত্রাভিনেতী বিপাশা কবির। গতকাল থেকে অস্ট্রেলিয়ার সিডনিতে ওয়েব সিরিজের শুটিং শুরু করেছেন বিপাশা কবির। ওয়েব সিরিজের নাম ‘আঘাত’। এটি লিখেছেন ও নির্মাণ করছেন জায়েদ রেজওয়ান। ওয়েব সিরিজটিতে দেখা যাবে অস্ট্রেলিয়ায় জন্ম নেয়া বাংলাদেশী মেয়ে জুলিয়ার বাবা-মা আফগানিস্তানে ত্রাণ বিতরণ করতে গিয়ে মারা যান। অস্ট্রেলিয়াতে চাচার কাছে বড় হয় সে। একসময় পরিচয় হয় হাবিবের সাথে। তার সাথে জুলিয়ার একটি সম্পর্ক গড়ে ওঠে। এগিয়ে যায় গল্প। জুলিয়া চরিত্রে অভিনয় করছেন বিপাশা কবির এবং হাবিব চরিত্রে বিপাশা কবিরের বিপরীতে অভিনয় করছেন ইরফান সাজ্জাদ। ওয়েব সিরিজটিতে অভিনয় প্রসঙ্গে বিপাশা কবির বলেন, ‘আঘাত’ আমার প্রথম অভিনীত ওয়েব সিরিজ। আমার চরিত্রটি নিয়ে আমি খুব সন্তুষ্ট। আমি অনেক ভালোলাগা নিয়ে কাজ করছি। পরিচালকের প্রতি আমি কৃতজ্ঞ আমাকে এমন চমৎকার একটি কাজের সাথে সম্পৃক্ত রাখার জন্য। সত্যি বলতে কি এখনতো ওয়েব সিরিজ দর্শক খুব দেখছেন। যে কারণে অনেক আগ্রহ নিয়ে এই ওয়েব সিরিজে আমার কাজ করা। এতে আমার সহশিল্পী ইরফান ভাই, তিনি যেমন ভালো একজন অভিনেতা ঠিক তেমনি একজন ভালো মানুষও বটে। আমি খুব আশাবাদী কাজটি নিয়ে।’ বিপাশা কবির জানান, আট কিংবা দশ পর্ব পর্যন্ত নির্মিত হবে ‘আঘাত’ নামে ওয়েব সিরিজটি। এ দিকে নভেম্বরের প্রথম সপ্তাহের শেষে দেশে ফিরে রাশিদ পলাশের নির্দেশনায় ‘পদ্মপুরাণ’ চলচ্চিত্রের কাজ শুরু করবেন বিপাশা কবির। এই চলচ্চিত্রে তিনি চ্যালেঞ্জিং একটি চরিত্রে অভিনয় করবেন বলে জানান তিনি। এ ছাড়াও সাইমন তারিকের নির্দেশনায় ‘রোড নাম্বার সেভেন’ চলচ্চিত্রের কাজ শুরু করবেন শিগগিরই।


আরো সংবাদ



premium cement
পিরোজপুরে বাসের ধাক্কায় নদীতে ৪ মোটরসাইকেল ফরিদপুরে নিহতদের বাড়ি মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী টিকটকে ভিডিও দেখে পুরস্কার, প্রভাব ফেলছে মানসিক স্বাস্থ্যে পাট শিল্পের উন্নয়নে জুট কাউন্সিল গঠন করা হবে: পাটমন্ত্রী মৃত্যুর মুখ থেকে ফিরেও নেতাকর্মীরা আবার ঘুরে দাঁড়িয়েছে : সালাম নবায়নযোগ্য জ্বালানি ৪০ শতাংশে উন্নীত করতে কাজ করছে সরকার : পরিবেশ সচিব সৌরশক্তি খাতে আবার মাথা তুলে দাঁড়াতে চায় জার্মানি ‘সরকারের সদিচ্ছার অভাবেই বিচার প্রক্রিয়ার ধীর গতি’ মোদি কি হিন্দু-মুসলমান মেরুকরণের চেনা রাজনীতিতে ফিরছেন? টাঙ্গাইলে বৃষ্টির জন্য ইসতেসকার নামাজ ফুলগাজীতে ছাদ থেকে পড়ে স্কুলছাত্রের মৃত্যু

সকল