২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

জোভান মেহজাবিনের পূর্ণতা

-

এফ জামান তাপস দীর্ঘ দিন ধরে নাটক নির্মাণ করে আসছেন। এ যাবৎকাল পর্যন্ত তিনি খণ্ডনাটকই নির্মাণ করেছেন দুই শতাধিক। ধারাবাহিক নাটকতো রয়েছেই। একদম সাদাসিধে জীবনযাপনে অভ্যস্ত নির্মাতা এফ জামান তাপসের বড় ছেলে সদ্য উচ্চমাধ্যমিক পাস করা ফায়েদুজ্জামান তাপস প্রথমবারের মতো বাবার জন্য একটি নাটক রচনা করেছেন। নাটকের নাম ‘পূর্ণতা’। সেই নাটকই নির্মাণ করেছেন তার বাবা এফ জামান তাপস। নাটকটির গল্প প্রসঙ্গে এফ জামান তাপস বলেন, ‘জোভান একজন পেইন্টার। বাবা-মায়ের পছন্দানুযায়ী একটি মেয়ের সাথে তার পরিচয় হয়। ঠিক সে সময়ই পরিচয় হয় বিবাহিত এক মেয়ে মেহজাবিনের সাথে। যার স্বামী তাকে সব সময় অত্যাচার করে। জোভান একসময় মেজাবিনকে পরামর্শ দেয় তার স্বামীকে ছেড়ে দেয়ার জন্য। জোভান আশ্বস্ত করে স্বামীকে ডিভোর্স দিলে জোভান তাকে বিয়ে করবে। একসময় মেহজাবিন তাকে ডিভোর্স দেয়। কিন্তু জোভান কি শেষ পর্যন্ত বিয়ে করে মেহজাবিনকে? তাই দেখবেন দর্শক ‘পূর্ণতা’ নাটকে।’ নাটকটিতে অভিনয় প্রসঙ্গে জোভান বলেন, ‘তাপস ভাইয়ের নির্দেশনায় এবারই প্রথম কাজ করেছি। অনেক সিনিয়র একজন নির্মাতা তিনি। যে কারণে কাজটি বেশ গোছানো ছিল। মূল কথা তার ছেলের লেখা জীবনের প্রথম নাটক। প্রথম লেখা নাটকের গল্পটা বেশ ভালো লেগেছে আমার কাছে। আশা করি ভালো লাগবে দর্শকের।’ মেহজাবিন চৌধুরী বলেন, ‘জোভানের সাথে এরই মধ্যে বেশ কয়েকটি নাটকে অভিনয় করেছি। তার মধ্যে এই নাটকের গল্পটা একটু ভিন্নরকম। তাপস ভাইয়ের নির্দেশনায় আমিও প্রথম নাটকে কাজ করেছি। আশা করি ভালো লাগবে দর্শকের।’ মেহজাবিন ও জোভানের দর্শকপ্রিয় নাটকের মধ্যে রয়েছে ‘বেস্ট ফ্রেন্ড’, ‘লাভ ভার্সেস ক্রাশ’ ইত্যাদি। উল্লেখ্য, মরহুম পরিচালক মোহাম্মদ হান্নানের সাথে দীর্ঘ দিন সহকারী পরিচালক হিসেবে কাজ করেছিলেন এফ জামান তাপস। তার নির্মিত প্রথম নাটক ছিল বিটিভিতে প্রচারিত ‘সুরভী’। এরই মধ্যে তিনি শরৎচন্দ্রের ‘দত্তা’ অবলম্বনে ধারাবাহিক নাটক ‘দত্তা’র কাজ শুরু করেছেন। ছবি : মোহসীন আহমেদ কাওছার


আরো সংবাদ



premium cement