১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

ধারাবাহিকের জুটি তারা

-

টিভি নাটকের এই সময়ের জনপ্রিয় জুটি জিয়াউল ফারুক অপূর্ব ও জাকিয়া বারী মম আবার জুটিবদ্ধ হয়ে একটি ধারাবাহিকে অভিনয় করছেন। ধারাবাহিকটির নাম ‘কাঁচের পুতুল’। নাটকটি নির্মাণ করছেন হিমেল আশরাফ। রচনা করেছেন মেজবাহ উদ্দিন সুমন। এই ধারাবাহিকে আবারো জুটিবদ্ধ হয়ে অভিনয় করছেন এই সময়ের জনপ্রিয় টিভি জুটি অপূর্ব ও মম। এরই মধ্যে ধারাবাহিক এ নাটকটির প্রচার শুরু হয়েছে এনটিভিতে। সপ্তাহের প্রতি মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার এনটিভিতে রাত ৯টা ৪০ মিনিটে ধারাবাহিকটি প্রচার হয়। নাটকটি প্রযোজনা করেছে ‘ডিভাইন মাল্টিমিডিয়া’। ১০৪ পর্বের এই ধারাবাহিক নাটকটির গল্প প্রসঙ্গে হিমেল আশরাফ বলেন,‘ কাঁচের পুতুল’ নাটকের গল্প আমাদের চলমান জীবনের গল্প। দর্শক তাদের নিজেদের জীবনের গল্প খুঁজে পাবেন এই ধারাবাহিকে। নির্মাতা হিসেবে আমি আমার সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে নাটকটি নির্মাণ করছি।’ ধারাবাহিকটিতে অভিনয় প্রসঙ্গে অপূর্ব বলেন, ‘হিমেল আশরাফের নির্দেশনায় এর আগেও আমি খণ্ডনাটকে কাজ করেছি। তার নির্মাণে আমার আস্থা আছে। সবসময়ই অনেক যতœ নিয়ে হিমেল নাটক নির্মাণ করে। এরই মধ্যে নাটকটির প্রচারও শুরু হয়েছে। বেশ রেসপন্স পাওয়াও শুরু করেছি। আশা করছি ভবিষ্যতে আরো অনেক বেশি সাড়া পাব।’ জাকিয়া বারী মম বলেন, ‘নাটকটিতে আমার চরিত্রটি বেশ চ্যালেঞ্জিং। যে কারণে আমি কাজটি বেশ উপভোগ করছি। একজন শিল্পী হিসেবে আমি সবসময়ই চেষ্টা করি আমার চরিত্রের গভীরে প্রবেশ করে অভিনয় করতে। ‘কাঁচের পুতুল’র গল্পই আমাকে চরিত্রের গভীরে যেতে অনেক সহযোগিতা করছে। তাই অনেক ভালো গল্পের এই নাটকটি দেখার জন্য দর্শকের কাছে বিশেষ অনুরোধ থাকল।’ এ দিকে নাগরিক টিভিতে অপূর্ব ও মম অভিনীত শিহাব শাহীন পরিচালিত ‘লিপস্টিক’ ধারাবাহিকটিও নিয়মিত প্রচার হচ্ছে। এ দিকে অপূর্ব গতকাল রাহাত মাহমুদের নির্দেশনায় একটি খণ্ডনাটকের শুটিংয়ে অংশ নিয়েছেন। মম ও মিলন অভিনীত তানিম রহমান অংশু পরিচালিত ‘স্বপ্নের ঘর’ আগামী ৯ নভেম্বর মুক্তি পেতে যাচ্ছে।

 


আরো সংবাদ



premium cement
বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা করা হয়নি : প্রধানমন্ত্রী দাওয়াতী ময়দানে সকল নেতাদের ভূমিকা রাখতে হবে : ডা. শফিকুর রহমান চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ ডিগ্রি ছাড়িয়ে গেল শ্রমিকদের মাঝে ইসলামের আদর্শের আহ্বান পৌঁছাতে হবে : ডা. শফিকুর রহমান ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে বিমানবন্দরের টার্মিনালে ঢুকে গেলো বাস, ইঞ্জিনিয়ার নিহত গোয়ালন্দে প্রবাসীর স্ত্রী-সন্তানকে মারধর, বিচারের দাবিতে মানববন্ধন সিরিয়ায় আইএস-এর হামলায় সরকার সমর্থক ২০ সেনা সদস্য নিহত ফরিদপুরে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু জনসমর্থনহীন সরকার জনগণের আওয়াজ নির্মমভাবে দমন করে : রিজভী সরিষাবাড়ীতে স্কুলছাত্র হত্যাকাণ্ডের বিচার দাবি

সকল