২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

৩২ বছর পর

-

মইনুল ইসলাম খান, এ দেশের প্রখ্যাত একজন সুরকার। তার হাত ধরে এ দেশের অনেক গুণী শিল্পীর কণ্ঠে অনেক জনপ্রিয় গানের সৃষ্টি হয়েছে। তবে আধুনিক গানে একজন মইনুল ইসলাম খানকে যতটা পাওয়া গেছে চলচ্চিত্রের গানে তার উপস্থিতি ছিল একটি চলচ্চিত্রেই। অবশ্য এর কারণও ছিল। মইনুল ইসলাম খানের ভাষ্যমতে চলচ্চিত্রের গানে নিজের সুর সঙ্গীতের মৌলিকত্ব বজায় রাখতে গিয়ে অনেকের ফরমায়েশি কাজ তিনি করতে চাননি বলেই একটি চলচ্চিত্রের কাজ করার পর বিগত ৩২ বছরে তাকে আর নতুন কোনো চলচ্চিত্রের গানের সুর সঙ্গীতে পাওয়া যায়নি। ৩২ বছর পর বরেণ্য এই সঙ্গীত পরিচালক আবারো নতুন একটি চলচ্চিত্রের সঙ্গীত পরিচালনার দায়িত্ব নিয়েছেন। তুহিন তোফাজ্জল প্রযোজিত ও পরিচালিত ‘কবি’ চলচ্চিত্রের সঙ্গীত পরিচালনার দায়িত্ব নিয়েছেন তিনি। ৩২ বছর আগে ১৯৮৬ সালে ‘নাফরমান’ চলচ্চিত্রের সঙ্গীত পরিচালনা করেছিলেন মইনুল ইসলাম খান। এর মহরতে তখন গান গেয়েছিলেন অ্যান্ড্রু কিশোর ও কনকচাঁপা। দীর্ঘ ৩২ বছর পর আবারো মইনুল ইসলাম খানের সুর সঙ্গীতে ‘কবি’ চলচ্চিত্রে গান গাইলেন কনকচাঁপা। এই গানে কনকচাঁপার সঙ্গে গেয়েছেন নবীন কণ্ঠশিল্পী ইমরান এইচ চৌধুরী। গানের কথা হচ্ছে ‘জীবনে যা কিছু চাওয়া, তোমাকে ভালোবেসে পেয়েছি, মনের ভেতর তুমি আছে লুকিয়ে, হৃদয়ের আয়নায় দেখে নিয়েছি’। গানের কথা লিখেছেন তুহিন তোফাজ্জল। গত ১৪ অক্টোবর রাজধানীর মগবাজারের একটি স্টুডিওতে গানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে।
কনকচাঁপা বলেন,‘ বরাবরের মতো যতœ করে গাইবার চেষ্টা করেছি। সত্যি বলতে কী এমন একজন গুণী সঙ্গীত পরিচালকের সামনে গাইতে গিয়ে আমি এখনো ভয় পাই। কারণ ভুলত্রুটি হলে তিনি বেশ বকা দেন। এটা সত্যি এই গানের মেলোডি শ্রোতা দর্শককে মুগ্ধ করবে।’ ‘কবি’ চলচ্চিত্রে নায়ক নায়িকার ভূমিকায় থাকবে তামিম রাজ ও তাসনুভা রোজ। শিগগিরই চলচ্চিত্রটির শুটিং শুরু হবে।॥

 


আরো সংবাদ



premium cement
হোচট খেল লিভারপুল, পিছিয়ে গেল শিরোপা দৌড়ে যোদ্ধাদের দেখতে প্রকাশ্যে এলেন হামাস নেতা সিনওয়ার! ফের পন্থ ঝড়, ঘরের মাঠে গুজরাটকে হারাল দিল্লি ইউক্রেনকে গোপনে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়েছে যুক্তরাষ্ট্র গ্রেফতারের পর যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে ফিলিস্তিনপন্থীদের বিক্ষোভ আরো বেড়েছে ইউক্রেন যুদ্ধে দুর্নীতি, পুতিনের নির্দেশে গ্রেফতার রুশ উপ-প্রতিরক্ষামন্ত্রী!  আমেরিকানরা কি ধর্ম থেকে সরে যাচ্ছে? গাজায় রিজার্ভ ব্রিগেড মোতায়েন ইসরাইলের উপজেলা নির্বাচন জটিলতা ভোটাধিকারের প্রতি মর্যাদা ইসরাইলি সেনাবাহিনীর বিরুদ্ধে ‘যুদ্ধাপরাধের ধারাবাহিক ধারা’ অনুসরণের অভিযোগ

সকল