২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫
`

মৌসুমীর দুই চলচ্চিত্র

-

গত শুক্রবারই মুক্তি পেয়েছে প্রিয়দর্শিনী মৌসুমী অভিনীত একটি চলচ্চিত্র। এক সপ্তাহ যেতে না যেতেই অর্থাৎ মাত্র সাত দিনের ব্যবধানেই মৌসুমী অভিনীত আরো একটি চলচ্চিত্র মুক্তি পেতে যাচ্ছে। চলচ্চিত্রের নাম ‘নায়ক’। এটি নির্মাণ করেছেন যুগল পরিচালক ইস্পাহানী আরিফ জাহান। নির্মাতারা জানান এরই মধ্যে ‘নায়ক’ মুক্তির চূড়ান্ত প্রস্তুতি নিয়েছেন তারা। ১২ অক্টোবর সারা দেশব্যাপী মুক্তি পাবে মৌসুমী অভিনীত নায়ক চলচ্চিত্রটি। এতে মৌসুমীর ছোট বোনের চরিত্রে অভিনয় করেছেন অধরা খান। নির্মাতাদ্বয় জানান, শুক্রবার ৬০-এর বেশি সিনেমা হলে মুক্তি পাবে নায়ক চলচ্চিত্রটি। এতে নায়কের ভূমিকায় আছেন বাপ্পী। মৌসুমীকে ‘নায়ক’ চলচ্চিত্রে অদিতি খান চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। চলচ্চিত্রটিতে অভিনয় প্রসঙ্গে মৌসুমী বলেন, ‘এর আগেও আমি ইস্পাহানী আরিফ জাহানের নির্দেশনায় চলচ্চিত্রে অভিনয় করেছি। যার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ‘বিদ্রোহী বধূ’, ‘লাট সাহেবের মেয়ে’, ‘মোস্তফা ভাই’, ‘সন্ত্রাসী মুন্না’। প্রতিটি চলচ্চিত্রে অভিনয়ের জন্যই সে সময় আমি বেশ সাড়া পেয়েছিলাম। তাদের নির্মাণের প্রতি আমার আস্থা আছে। তারা অনেক যতœ নিয়ে ধীরে ধীরে কাজ করেন। যে কারণে চলচ্চিত্রের নির্মাণও অনেক ভালো হয়। নায়ক নির্মাণের ক্ষেত্রেও তারা দু’জন সে চেষ্টাই করেছেন। তাই আশা করছি দর্শকের ভালো লাগবে নায়ক চলচ্চিত্রটি।’ এ দিকে গেলো শুক্রবার মুক্তি পেয়েছে মৌসুমী অভিনীত এ কে সোহেল পরিচালিত ‘পবিত্র ভালোবাসা’ চলচ্চিত্রটি। এতে তার বিপরীতে ছিলেন ফেরদৌস। আগামী বিজয় দিবসে মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে ফেরদৌস প্রযোজিত চলচ্চিত্র ‘পোস্ট মাস্টার ৭১’। এরইমধ্যে শ্রাবণ চক্রবর্তী দিপুর নির্দেশনায় মৌসুমী ২২ বছরেরও বেশি সময় পর তৌকীর আহমেদের বিপরীতে অভিনয় করেছেন ‘কাঁদে মন কাঁদে ভালোবাসা’ টেলিফিল্মে। নির্মাতা দিপু জানান, শিগগিরই টেলিফিল্মটি একটি স্যাটেলাইট চ্যানেলে প্রচার হবে। এ দিকে এরই মধ্যে রাশেদ রাহা নির্মিত প্রথম চলচ্চিত্র ‘নোলক’র কাজও শেষ করেছেন মৌসুমী। মৌসুমী অভিনীত আরিফ খান পরিচালিত ‘ভুলে ভরা গল্প’ নাটকটি গেলো ঈদে একটি স্যাটেলাইট চ্যানেলে প্রচার হয়। এতে তার বিপরীতে ছিলেন আফজাল হোসেন ও আনিসুর রহমান মিলন। হাবিবুল ইসলাম হাবিব জানান আগামী ১৪ ডিসেম্বর মৌসুমী অভিনীত ‘রাত্রির যাত্রী’ চলচ্চিত্রটি মুক্তি পাবে। এতে মৌসুমীর বিপরীতে আছেন আনিসুর রহমান মিলন।
ছবি : আলিফ হোসেন রিফাত

 


আরো সংবাদ



premium cement