২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১, ১৩ শাওয়াল ১৪৪৫
`

হাফ সেঞ্চুরি পেরিয়ে জাহিদ হাসান

-

৫০ পেরিয়ে ৫১-তে পা রেখেছেন জাহিদ হাসান। ৪ অক্টোবর ছিল তার জন্মদিন। বছরের অন্যান্য সময়ে জাহিদ হাসান শুটিং নিয়ে ব্যস্ত থাকলেও জন্মদিনে তিনি কখনোই শুটিং করেন না। পরিবারের সাথেই কেটেছে তার সময়। জন্মদিন প্রসঙ্গে জাহিদ হাসান বলেন, ‘প্রত্যেক মানুষের জন্মের একটা আলাদা সৌন্দর্য আছে। আমি যখন এ পৃথিবীতে আসি তখন হয়তো আমার এ পৃথিবীতে আসা নিয়েও হয়তো এক আলাদা সৌন্দর্য ছিল। আমি তাই বিশ্বাস করি। মানুষের জন্মের যেমন আলাদা সৌন্দর্য আছে, মৃত্যুরও সৌন্দর্য আছে। তাই এ পৃথিবীতে মানুষ যত দিন বাঁচে এই বেঁচে থাকাই যেন এক আলাদা সৌন্দর্য। আমি আমার জীবন নিয়ে সন্তুষ্ট। এক জীবনে যা পেয়েছি তাতেই সন্তুষ্ট আমি। আল্লাহর কাছে লাখো শুকরিয়া যে তিনি আমাকে সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন। সবার দোয়া ও ভালোবাসার মাঝেই আমি বেঁচে থাকতে চাই। এটি সত্য যে ৪ অক্টোবর আমার জন্মদিন। আমার কাছে এই ৪ অক্টোবর অনেক কিছু। এটি ৮ অক্টোবর বা ১২ অক্টোবরও হতে পারত। কিন্তু আল্লাহ আমাকে এ পৃথিবীতে ৪ অক্টোবরই পাঠিয়েছেন। তাই ৪ অক্টোবর আমার জন্য অন্য রকম দিন।’ জাহিদ হাসান বর্তমানে ‘ডন’ নামক একটি ধারাবাহিকের উপদেষ্টা পরিচালক হিসেবে কাজ করছেন। তার সর্বশেষ অভিনীত মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র হচ্ছে তৌকীর আহমেদ পরিচালিত ‘হালদা’। হুমায়ূন আহমেদ পরিচালিত ‘শ্রাবণ মেঘের দিন’ চলচ্চিত্রে অভিনয় করে তিনি প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। মুক্তির অপেক্ষায় আছে আশীষ রায় পরিচালিত ‘সিতারা’ এবং মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত ‘শনিবারের বিকেল’ চলচ্চিত্র দু’টি। জাহিদ হাসান অভিনীত প্রথম চলচ্চিত্র ছিল ‘বলবান’। এই চলচ্চিত্রের পর তিনি টিভি নাটকে অভিনয় করে জনপ্রিয়তা লাভ করেন। জাহিদ হাসানের নিজস্ব প্রযোজনা সংস্থার নাম ‘পুষ্পিতা ভিজ্যয়ালস’। জাহিদ হাসান অভিনীত আদিবাসী মিজান পরিচালিত ‘মিস্টার টেনশন’ এখন নিয়মিত এনটিভিতে প্রচার হচ্ছে। এতে তার বিপরীতে আছেন শখ। সম্প্রতি প্রচার শেষ হয়েছে তার অভিনীত নির্দেশিত আলোচিত ধারাবাহিক ‘সেন্টিমেন্টাল সেলিম’। সিরাজগঞ্জের পুলকই দর্শকের কাছে প্রিয় অভিনেতা জাহিদ হাসান। গ্রামের সহজ সরল সাধারণ সেই পুলক যে একদিন দেশের মানুষের কাছে প্রিয় একজন হয়ে উঠবেনÑ এমনটি ভাবেননি তিনি কখনো। জাহিদ হাসান বলেন, ‘সব আল্লাহর ইচ্ছা। দর্শকের ভালোবাসা নিয়ে আজীবন অভিনয় করে যেতে চাই।’
ছবি : মোহসীন আহমেদ কাওছার

 


আরো সংবাদ



premium cement
গোবিন্দগঞ্জে ট্রাক্টরচাপায় নারী নিহত অভিযোগ করার পর ইনসুলিন ইঞ্জেকশন কেজরিওয়ালকে! হিট স্ট্রোকের ঝুঁকি কমাতে স্বাস্থ্য অধিদফতরের নির্দেশনা তালায় আগুনে ক্ষতিগ্রস্ত ১৩টি পরিবারের মাঝে জামায়াতের সহায়তা প্রদান শেরপুরের মহাসড়ক যেন মরণ ফাঁদ বেনজীরের সম্পদ নিয়ে দুদকের অনুসন্ধানের অগ্রগতি প্রতিবেদন চাইলেন হাইকোর্ট আবারো বৃষ্টির শঙ্কা দুবাইয়ে, চিন্তা বাড়াচ্ছে ইউরোপ সিদ্ধিরগঞ্জে চোর আখ্যা দিয়ে যুবককে পিটিয়ে হত্যা মানিকগঞ্জে অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষে প্রকৌশলী নিহত ডা. জাফরুল্লাহ্ চৌধুরী ছিলেন সমাজ বিপ্লবী পাট পণ্যের উন্নয়ন ও বিপণনে একটি সমন্বিত পথনকশা প্রণয়ন করা হবে : মন্ত্রী

সকল