২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫
`

ধারাবাহিকে মম

-

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী জাকিয়া বারী মম টানা বেশ কিছু দিন নেপালে এবং থাইল্যান্ডে ছিলেন। একটি ধারাবাহিক ও পাঁচটি খণ্ড নাটকের কাজ শেষে দেশে ফিরেছেন তিনি। দেশে ফিরেই গতকাল থেকে রাজধানীর উত্তরার ক্ষণিকালয়ে নজরুল ইসলাম রাজু পরিচালিত মাছরাঙা টিভিতে প্রচার চলতি ধারাবাহিক নাটক ‘ঘরে বাইরের’ শুটিংয়ে অংশ নেন মম। আজো তিনি এই ধারাবাহিকের শুটিংয়ে অংশ নেবেন বলে জানিয়েছেন মম। মম বলেন, ‘ঘরে বাইরে ধারাবাহিকটিতে কাজ করে দর্শকের কাছ থেকে বেশ ভালো সাড়া পাচ্ছি আমি। এতে আমার বিপরীতে আছেন অপূর্ব। রাজু ভাই একজন গুণী নাট্যনির্মাতা। অনেক যতœ নিয়ে সময় নিয়ে তিনি তার কাজ করেন। তার সেটে একটি বিষয় আমি খুব লক্ষ্য করেছি যে তিনি শিল্পীকে কাজের ব্যাপারে কোনো রকম প্রেসার দেন না। শিল্পীকে আরাম দিয়ে তিনি কাজ আদায় করে নেন। যে কারণে দেশে ফিরেই এই ধারাবাহিকের কাজে অংশ নিতে আমার এতটুকুও খারাপ লাগেনি। কারণ আমি জানি যে আমি আমার মনের মতো একটি ইউনিটে কাজ করব। ঘরে বাইরে আমাদের চলমান জীবনের গল্প নিয়ে নির্মিত ধারাবাহিক। যে কারণে সব শ্রেণীর দর্শকেরই নাটকটি ভালো লাগছে।’ থাইল্যান্ডে মম সৈয়দ শাকিলের নির্দেশনায় ৫২ পর্বের ধারাবাহিক ‘নেপাল রহস্যের’ শুটিংয়ে অংশ নিয়েছিলেন। এই ধারাবাহিকের শুটিংয়ে অংশ নিয়ে দেশে ফিরেই তিনি নেপাল চলে যান। সেখানে তিনি অঞ্জন আইচের নির্দেশনায় তিনটি খণ্ড নাটক এবং দীপু হাজরার নির্দেশনায় দু’টি খণ্ড নাটকের কাজে অংশ নেন। দীপু হাজরা নির্দেশিত নাটক দু’টি হচ্ছে ‘অবলা এবং’ ও ‘সিটি অব লাভ’। এই নাটকগুলোতে মম’র সহশিল্পী ছিলেন অপর্ণা ও জোভান। তবে কবে এই নাটকগুলো কোন চ্যানেলে প্রচার হবে তা এখনো চূড়ান্ত হয়নি বলেন জানান নির্মাতারা। উল্লেখ্য প্রতি রবি ও সোমবার সন্ধ্যা ৭.২০ মিনিটে মাছরাঙা টিভিতে প্রচার হচ্ছে মম অভিনীত ‘ঘরে বাইরে’ ধারাবাহিক নাটকটি। এরই মধ্যে মম শেষ করেছেন রায়হান রাফি পরিচালিত দ্বিতীয় চলচ্চিত্র ‘দহনের’ কাজ। এতে তাকে একজন সাংবাদিকের ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে। তানিম রহমান অংশুর নির্দেশনায় মম অভিনীত ‘স্বপ্নবাড়ি’ চলচ্চিত্রের কাজও শেষ হয়ে আছে। এতে তার বিপরীতে আছেন আনিসুর রহমান মিলন। এই জুটি প্রথম একসাথে অভিনয় করেন রকিবুল আলম রকিবের ‘প্রেম করব তোমার সাথে’ চলচ্চিত্রে। মম অভিনীত মুক্তিপ্রাপ্ত প্রথম চলচ্চিত্র তৌকীর আহমেদ পরিচালিত ‘দারুচিনি দ্বীপ’। এই চলচ্চিত্রে অভিনয় করে তিনি প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হন। শিহাব শাহীন পরিচালিত ‘ছুঁয়ে দিলে মন’ চলচ্চিত্রে অভিনয় করেও বেশ আলোচনায় আসেন মম। এতে তার বিপরীতে ছিলেন আরিফিন শুভ। মম অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র অরুণ চৌধুরীর ‘আলতাবাণু’।

 


আরো সংবাদ



premium cement

সকল