২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫
`

বাংলাদেশ ফ্যাস্টিভালে অপু

-

চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস দেশ-বিদেশে স্টেজ শোতে নিয়মিত পারফর্ম করছেন। যে কারণে অভিনয়ের বাইরেও এখন বেশ ব্যস্ততা রয়েছে অপু বিশ্বাসের। এরই মধ্যে গেলো সপ্তাহে দুবাই থেকে শো করে দেশে ফিরেছেন তিনি। গত বুধবার মধ্যরাতে আবারো উড়াল দিয়েছেন তিনি দক্ষিণ কোরিয়ায়। সেখানে আনসান ওয়া স্টেডিয়ামে আজ অনুষ্ঠিত হবে ‘বাংলাদেশ ফ্যাস্টিভাল ২০১৮’। এই ফ্যাস্টিভালেই অপু বিশ্বাস পারফর্ম করতে যাচ্ছেন। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশের শিল্পীদের আয়োজক বিশিষ্ট যন্ত্রশিল্পী আলমগীর হোসেন। তিনি জানান, শুধু অপু বিশ্বাসই নয় হারুণ কিসিঞ্জার, লেমিস, পাওয়ার ভয়েজের সজলও যাচ্ছেন। ২৩ সেপ্টেম্বর অনুষ্ঠান শেষে সবাই আগামী ২৪ সেপ্টেম্বর ফিরে আসবেন। দক্ষিণ কোরিয়ায় পারফর্ম করা প্রসঙ্গে অপু বিশ্বাস বলেন, ‘আলমগীর ভাইয়ের সঙ্গে আমার পরিচয় দীর্ঘদিনের। খুব ভালো মনের একজন মানুষ। তাই তার আয়োজনে আত্মবিশ্বাস নিয়েই দক্ষিণ কোরিয়া অনুষ্ঠান করতে যাচ্ছি। আমার বিশ্বাস বাংলাদেশ ফ্যাস্টিভালে আমাদের অংশগ্রহণ ফ্যাস্টিভালকে আরো অনেক বেশি রঙিন করে তুলবে। আমিও যাওয়ার আগে এখান থেকেই প্র্যাকটিস করে যাচ্ছি।’ এ দিকে অপু বিশ্বাস এরই মধ্যে প্রায় শেষ করেছেন দেবাশীষ বিশ্বাস পরিচালিত ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ-টু’ চলচ্চিত্রের কাজ। এই চলচ্চিত্রের বেশ কিছু দৃশ্য এবং গানের কাজ বাকি আছেও বলে জানান তিনি। এ ছাড়া শিগগিরই তিনি শুরু করবেন রবিন খানের নির্দেশনায় ‘কানাগলি’ চলচ্চিত্রের কাজ। একই পরিচালকের নির্দেশনায় নাম ঠিক না হওয়া আরো একটি চলচ্চিত্রের কাজ করবেন তিনি। মিজানুর রহমান লাবুর নির্দেশনায় ‘দুলালের মুখ দেখি’ চলচ্চিত্রেও কাজ করার কথা রয়েছে তার। এ দিকে অপু বিশ্বাসের সঙ্গে তার মা শেফালী বিশ্বাসের দেখা হচ্ছে না বেশ কিছু দিন। অপু বলেন,‘ মা এখন বগুড়ায় আছেন। আমি দেশে ফিরলেই মা আসবেন ঢাকায়। মা-এর সঙ্গে আমার ছেলে জয়েরও দেখা হচ্ছে না অনেক দিন। মা এবং জয়ের দুষ্টুমি আমার ভীষণ ভালো লাগে। তাদের সেইসব দুষ্টুমি নিজের চোখে আমি পাশে বসে উপভোগ করি।’ অপু বিশ্বাস অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র ‘পাঙ্কু জামাই’। এতে তার বিপরীতে ছিলেন শাকিব খান। তার অভিনীত প্রথম চলচ্চিত্র আমজাদ হোসেন পরিচালিত ‘কাল সকালে’। এটি ২০০৫ সালে মুক্তি পায়। ২০০৬ সালে তিনি ‘কোটি টাকার কাবিন’, ‘চাচ্চু’, ‘দাদী মা’, ‘পিতার আসন’, ‘কাবিন নামা’র মতো ব্যবসা সফল চলচ্চিত্র দর্শককে উপহার দেন। এরপর টানা ৮-৯ বছর তিনি একাধারে এই দেশের চলচ্চিত্রের শীর্ষ নায়িকা হিসেবেই কাজ করে গেছেন।


আরো সংবাদ



premium cement
চীনা কোম্পানি বেপজা অর্থনৈতিক জোনে ১৯.৯৭ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মৃত মায়ের গর্ভে জন্ম নিলো নতুন প্রাণ দুই ভাইকে পিটিয়ে হত্যার প্রতিবাদ সমাবেশে কেউ মারা যায়নি : পুলিশ সুপার হামাসকে কাতার ছাড়তে হবে না, বিশ্বাস এরদোগানের জাহাজভাঙা শিল্পে শ্রমিক নিরাপত্তার উদ্যোগ ভালো লেগেছে : সীতাকুন্ডে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস ১০ দেশের অংশগ্রহণে সামরিক মহড়া শুরু করল আরব আমিরাত গাজা থেকে ইসরাইলি সেনা প্রত্যাহারের পর ২ হাজার ফিলিস্তিনি নিখোঁজ ৯ বছর পর সৌদি আরবে আসছে ইরানি ওমরা কাফেলা দুই ভাইকে পিটিয়ে হত্যা : প্রতিবাদ সমাবেশে পুলিশের হামলার নিন্দা হেফাজতে ইসলামের ভর্তি পরীক্ষায় জবিতে থাকবে ভ্রাম্যমাণ পানির ট্যাংক ও চিকিৎসক মিয়ানমার থেকে ফেরত আসা বাংলাদেশীরা কারা?

সকল