২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১, ১৩ শাওয়াল ১৪৪৫
`

ফিরলেন এটিএম শামসুজ্জামান

-

মীর সাব্বির নির্দেশিত আরটিভিতে প্রচার চলতি ধারাবাহিক নাটক ‘নোয়াশাল’ এই সময়ের জনপ্রিয় ধারাবাহিক নাটকের মধ্যে অন্যতম একটি ধারাবাহিক। এই ধারাবাহিকে শুরু থেকেই অভিনয় করে আসছিলেন একুশে পদকপ্রাপ্ত ও জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা এটিএম শামসুজ্জামান। কিন্তু ৫০০তম পর্বের পর থেকে আর এটিএম শামসুজ্জামানকে দেখা যায়নি। অর্থাৎ তিনি এই ধারাবাহিকে পরবর্তী দুই শ’র অধিক পর্বে আর অভিনয় করেননি। কিন্তু আবারো মীর সাব্বিরের বিশেষ অনুরোধে এটিএম শামসুজ্জামান ‘নোয়াশাল’ ধারাবাহিকে নিজেকে সম্পৃক্ত করেছেন। গত ১৫ সেপ্টেম্বর দুপুর থেকে রাত পর্যন্ত এটিএম শামসুজ্জামান বেশ আগ্রহ নিয়ে মীর সাব্বিরের নির্দেশনায় এই ধারাবাহিকের শুটিংয়ে অংশ নেন। দর্শকের মধ্যে চমক সৃষ্টি করার জন্য মীর সাব্বির ধারাবাহিকের গল্পতে এটিএম শামসুজ্জামানকে এমনভাবে উপস্থাপন করতে যাচ্ছেন যা দেখে দর্শকও মুগ্ধ হবেন। আর এই ধারাবাহিকে ফিরে আসার পর এটিএম শামসুজ্জামান অভিনীত পর্বটি আজ প্রচার হবে আরটিভিতে। আজ ধারাবাহিকটির ৭৪৬তম পর্ব প্রচার হবে রাত ৯টা ২০ মিনিটে। আবারো এই ধারাবাহিকে অভিনয় প্রসঙ্গে এটিএম শামুসজ্জামান বলেন, ‘যেকোনো কারণেই হোক নোয়াশাল থেকে আমি সরে দাঁড়িয়ে ছিলাম। কিন্তু সাব্বির আমাকে এত ভালোবাসে, এত পছন্দ করে যে আবার তার ধারাবাহিকে আমি অভিনয়ে ফিরে আসতে বাধ্য হয়েছি। মীর সাব্বির অনেক মেধাবী একজন পরিচালক, এ কথা আমি আগেও বলেছি, আজ আবারো বললাম। শুধু নির্দেশক হিসেবেই নয়, একজন নাট্যকার হিসেবেও সাব্বির অসাধারণ। যে কারণে যখন আমাকে সাব্বির বললো যে সে নিজেই এখন এই নাটকের গল্প লিখছে তখন আমি তার নিদের্শনায় নোয়াশালে আবার অভিনয় করার আস্থা পেলাম এবং কাজ করতে এসে তার প্রমাণও পেলাম। আমি বিশ্বাস করি নোয়াশাল আবারো জমে উঠবে।’ মীর সাব্বির বলেন, ‘এটিএম ভাইয়ের মতো যারা কিংবদন্তি আছেন তারা তো আসলে বটবৃক্ষের মতো। সেই বটবৃক্ষদের ছায়ার তলে আমি সবসময়ই থাকতে চেয়েছি। এট্এিম ভাই আবার আমাদের নোয়াশালে ফিরে আসায় আমরা ভীষণ খুশি। এটিএম ভাই যখন ছিলেন না তখন মনে হচ্ছিল যে আমি রোদের মধ্যে আছি। তিনি ফিরে আসায় আবার আমি সেই ছায়া শীতল পরিবেশে কাজ করছি। আমি সবসময়ই আমার নাটকে সিনিয়র শিল্পীদের নিয়ে কাজ করার চেষ্টা করি। তাদের গল্পে প্রাধান্য দেয়ার চেষ্টা করি।’ এটিএম শামসুজ্জামানের সঙ্গে সে দিন শুটিংয়ে আরো অংশ নেন খায়রুল আলম সবুজ, নরেশ ভূঁইয়া, ডলি জহুর, মীর সাব্বির ও অহনা রহমান।
ছবি : মোহসীন আহমেদ কাওছার


আরো সংবাদ



premium cement
জিম্বাবুয়ে সিরিজের জন্য বাংলাদেশের প্রাথমিক দল ঘোষণা বৃষ্টির জন্য রাজশাহীতে ইসতিসকার নামাজ আদায় গাজীপুরে মহাসড়কের পাশ থেকে মৃত হাতি উদ্ধার প্রচণ্ড গরমের মধ্যে লোডশেডিং ১০০০ মেগাওয়াট ছাড়িয়েছে দুই ভাইকে পিটিয়ে হত্যা : প্রতিবাদ সমাবেশে পুলিশের গুলির নিন্দা জামায়াতের রাজধানীতে তৃষ্ণার্তদের মাঝে শিবিরের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ রাজশাহীতে সাড়ে ৬ কোটি টাকার হেরোইনসহ যুবক গ্রেফতার এফডিসিতে সাংবাদিকদের ওপর হামলা গাজার বালিতে আটকে পড়েছে ইসরাইলি বাহিনী : হামাস মানবাধিকার পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রের প্রতিবেদন : যা বলছে আওয়ামী লীগ মান্দায় বিদ্যুতের আগুনে পুড়ল ৮ বসতবাড়ি

সকল