২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

লুইপার সময় কাটছে পায়রাকে নিয়েই

-

কিছুদিন আগেও দেশ-বিদেশের নানা প্রান্তে টানা স্টেজ শো করে বেরিয়েছেন এই সময়ের শ্রোতাপ্রিয় কণ্ঠশিল্পী জিনিয়া জাফরিন লুইপা। আগত সন্তানকে সাথে নিয়েই জীবনের প্রয়োজনে ছুটে চলেছিলেন এখানে সেখানে। এমন কি লুইপার সর্বশেষ মিউজিক ভিডিও ‘জেন্টলম্যান’-এর শুটিং যখন মানিকগঞ্জে হয় তখন থেকেই তিনি সন্তানসম্ভবা। কিন্তু গানের প্রতি অদম্য ভালোবাসাই অনেক সময় নিজের সাথে যুদ্ধ করে কাজ করে গেছেন লুইপা। সেই লুইপার কোলজুড়ে গত ৫ অক্টোবর পৃৃথিবীতে এলো তার প্রথম সন্তান পায়রা। যার পুরো নাম হচ্ছে আলিসা আনজুম পায়রা। লুইপা এবং তার স্বামী দেশের বিশিষ্ট যন্ত্রশিল্পী আলমগীর হোসেন দম্পতির প্রথম সন্তান পায়রা। লুইপার জন্মস্থান বগুড়াতেই পায়রার জন্ম হয়। তাই জন্মের পর লুইপা তার বাবা-মায়ের কাছেই আছেন বগুড়ার নাটাইপাড়ায় ‘উত্তরণ’-এ। সেখানেই লুইপা তার মেয়ের সঙ্গে সময় কাটাচ্ছেন। তবে এরই মধ্যে ঢাকা থেকে বিভিন্ন চ্যানেল যোগাযোগ করছেন টিভি শোর জন্য, আবার অনেকেই যোগাযোগ করছেন স্টেজ শোর জন্য। কিন্তু লুইপার সন্তান পায়রার চল্লিশ দিন না হওয়া পর্যন্ত ঢাকায় আসবেন না বলে জানিয়েছেন লুইপা। প্রথমবারের মতো মা হওয়া প্রসঙ্গে লুইপা বলেন, ‘অনেকের মতোই হয়তো আমাকেও বলতে হচ্ছে যে সত্যিই মা হওয়ার অনুভূতি ভাষায় প্রকাশের নয়। এই যে কত আনন্দের, কত সুখের তা কেমন করে বুঝাই। পায়রা জেগে থাকে যতক্ষণ আমি জেগে থাকি ততক্ষণ, পায়রা যখন ঘুমায় আমিও তখন একটু ঘুমাই। ও কাঁদলে মন খারাপ হয় ভীষণ। মাত্র কয়েক দিনে পায়রাকে ঘিরে আমার অনুভূতিটা এমন হয়েছে যে ওর জন্যই আমার বেঁচে থাকতে হবে, সেইতো আমার সুখের পৃথিবী। আমি জানি ঢাকায় গেলেই আমি ব্যস্ত হয়ে যাবো। তাই মনও চাইছে না এখান থেকে ঢাকায় যেতে। সারাক্ষণ পায়রার সঙ্গেই থাকতে চাই আমি।’ শ্রোতাপ্রিয় সঙ্গীতশিল্পী লুইপা আলমগীর হোসেনকে ২০১৩ সালের ১২ জুলাই বিয়ে করেন। একটি রিয়েলিটি শোর মধ্যদিয়ে পেশাগতভাবে গানের ভুবনের সাথে লুইপার সম্পৃক্ততা হলেও লুইপা তার বাবা, মা, স্বামী আলমগীর এবং সর্বোপরি ওস্তাদ রিজওয়ানের সার্বিক সহযোগিতায় লুইপা আজকের এই পর্যায়ে এসেছেন।

 


আরো সংবাদ



premium cement
দ্রব্যমূল্য ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষ দিশেহারা : আমিনুল লিবিয়ায় নিয়ে সালথার যুবককে নির্যাতনের ঘটনায় মামলা, গ্রেফতার ১ মনুষ্য চামড়ায় তৈরি বইয়ের মলাট সরানো হলো হার্ভাড বিশ্ববিদ্যালয় থেকে আওয়ামী লীগকে বর্জন করতে হবে : ডা: ইরান আমরা একটা পরাধীন জাতিতে পরিণত হয়েছি : মেজর হাফিজ তরুণীর লাশ উদ্ধারের পর প্রেমিকসহ ৪ জনের বিরুদ্ধে মামলা ভিয়েনায় মুসলিম বিশ্বের রাষ্ট্রদূতদের ইফতারে ইসলামিক রিলিজিয়াস অথোরিটি আমন্ত্রিত এবার বাজারে এলো শাওমির তৈরি বৈদ্যুতিক গাড়ি সকল কাজের জন্য আল্লাহর কাছে জবাবদিহিতার অনুভূতি থাকতে হবে : মাওলানা হালিম বিএনপি জনগণের ভাগ্য পরিবর্তনের জন্য রাজনীতি করে : ড. মঈন খান সাজেকে পাহাড়ি খাদে পড়ে মাহিন্দ্রচালক নিহত

সকল