১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

নদ্দিউ নতিম নাটকের ৪৪তম মঞ্চায়ন

-

ম্যাড থেটারের প্রথম প্রযোজনা ‘নদ্দিউ নতিম’ নাটকের ৪৪তম মঞ্চায়ন হয়ে গেল গত ১৫ সেপ্টেম্বর শনিবার রাজধানীর শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে। দেশ-বিদেশে বহুল আলোচিত ও প্রশংসিত ‘নদ্দিউ নতিম’ ৪৪তম রজনীতে উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের চেয়ারম্যান ইউসুফ হাসান অর্ক, একই বিভাগের শিক্ষক ও বিশিষ্ট নাট্য নির্দেশক রেজা আরিফ, বাংলাদেশের প্রধান ইংরেজি দৈনিক পত্রিকা নিউএজের সম্পাদক নূরুল কবীর, বিশিষ্ট অভিনেতা রমিজ রাজু, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রিন্টিং ও পাবলিশিং স্টাডিস বিভাগের অধ্যাপক ড. মনজুরুল ইসলাম প্রমুখ।
ছুটির দিনে হল মিলনায়তন ভর্তি দর্শকের সামনে মঞ্চস্থ হয় এ সময়ের সাড়া জাগানো নাটক ‘নদ্দিউ নতিম’। উপস্থিত দর্শকরা নাটকটির কাহিনীর চমৎকারিত্বে, ঘটনার বিন্যাসে ও চরিত্রের বিচিত্রতায় কখনো নীরবতায়, কখনো হর্ষোৎফুল্ল চিত্তে উপভোগ করেন। নাটক শেষে দর্শকরা একবাক্যে স্বীকার করেন যে ‘নদ্দিউ নতিম’ ভিন্নমাত্রার ভিন্ন স্বাদের নাটক, ঢাকার মঞ্চে যা আগে কখনো দেখা যায়নি। নাটকটি অভিনয় করেছেন আসাদুল ইসলাম, সোনিয়া হাসান ও আর্য মেঘদূত, যারা একই পরিবারের সদস্য।

 

 

 


আরো সংবাদ



premium cement