২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

আবারো বেলাল খানের সুরসঙ্গীতে সাবরিন

-

গত বছর বেলাল খানের সুরে ও এ মিজানের লেখা ‘পাতার বাঁশি’ গানটি দিয়ে বেশ আলোচনায় ছিলেন এই প্রজন্মের কণ্ঠশিল্পী সাবরিন। একই সঙ্গীত পরিচালকের সুরসঙ্গীতে আবারো নতুন একটি গানে কণ্ঠ দিলেন সাবরিন। গানের শিরোনাম হচ্ছে ‘বন্ধু প্রেম শিখাইয়া’। এর আগে ‘পাতার বাঁশি’ গানের শুধু সুর করেছিলেন বেলাল খান। সঙ্গীতায়োজন করেছিলেন জেকে মজলিস।
এবার সাবরিনের নতুন গান ‘বন্ধু প্রেম শিখাইয়া’র সুরসঙ্গীতায়োজনে দুটোই করেছেন বেলাল খান। গানটি লিখেছেন আব্দুর জাহের রুবেল। গত বৃহস্পতিবার রাজধানীর মগবাজারের একটি স্টুডিওতে গানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে। গানটিতে সাবরিনের গায়কী প্রসঙ্গে বেলাল খান বলেন, ‘পাতার বাঁশির চেয়ে নতুন এই গানটিতে আমি অনেক পরিণত সাবরিনকে পেয়েছি। গানের প্রতি তার অধ্যবসায়, আন্তরিকতা দিন দিন বেড়েই চলেছে। ভালো গাওয়ার চেষ্টা আছে তার। এই গানটিও শ্রোতা দর্শকের ভালো লাগবে আশা করছি।’
সাবরিন বলেন, ‘বেলাল ভাইয়ের সুরসঙ্গীতে আমি আমার গানের ক্যারিয়ারের শুরু থেকেই কাজ করে আসছি। তার সুর করা গানগুলো কেন যেন আমার গাইতে বেশি ভালো লাগে। এটা আমার সৌভাগ্যও যে বেলাল ভাইয়ের সুর করা গানগুলো শ্রোতারা বেশি পছন্দ করেন। সর্বশেষ পাতার বাঁশি গানটিই যেন তার প্রমাণ। নতুন এই গানটি আরো মেলোডিয়াস হয়েছে। আমার ভীষণ ভালো লেগেছে। আশা করছি শ্রোতা দর্শকেরও খুব ভালো লাগবে। অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা বেলাল ভাইয়ের প্রতি।’


আরো সংবাদ



premium cement