২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১, ১৩ শাওয়াল ১৪৪৫
`

নাফিজার সাথে সাব্বির মিলি

-

পাঁচ বছর পর দেশে ফিরেছেন দর্শকপ্রিয় অভিনেত্রী নাফিজা। দেশে ফিরে পরিবারের সদস্য, বন্ধুবান্ধব আর নিজের দীর্ঘ দিনের কর্মস্থল অভিনয়ের দুনিয়ার মানুষের সাথেই যেন সময় কেটে যাচ্ছিল। তবে আগ্রহ ছিল অভিনয়ে ফেরার। পাঁচ বছর আগে আমেরিকায় যাওয়ার আগে সর্বশেষ যে নির্মাতার নাটকে তিনি অভিনয় করেছিলেন, পাঁচ বছর পর দেশে ফিরে সেই নির্মাতার নির্দেশনায়ই অভিনয়ে ফিরলেন নাফিজা। সঞ্জিত সরকারের নির্দেশনায় তিনি অভিনয়ে ফিরেছেন। সঞ্জিত সরকারের নির্দেশনায় শেষ দেখার পরে খণ্ড নাটকে অভিনয়ের মধ্য দিয়ে অভিনয়ে ফিরলেন নাফিজা। এই নাটকে তার সহশিল্পী হিসেবে আছেন জনপ্রিয় অভিনেতা মীর সাব্বির ও নন্দিত অভিনেত্রী ফারহানা মিলি। নাটকটি রচনা করেছেন পরিচালক নিজেই। নাটকটির গল্প প্রসঙ্গে সঞ্জিত সরকার বলেন, নওরীন ও শুভর বিয়ে হবে, এমনই ইচ্ছে তাদের দু’জনের মায়ের। কিন্তু হঠাৎ নওরীন দেশের বাইরে চলে যায়। নওরীনের কোনো খবর না পেয়ে শুভ মিতাকে বিয়ে করে ফেলে। একসময় ফিরে আসে নওরীন। এগিয়ে যায় নাটকের গল্প। নাটকে নওরীন চরিত্রে নাফিজা, শুভ চরিত্রে মীর সাব্বির এবং মিতা চরিত্রে ফারহানা মিলি অভিনয় করেছেন। গত ১১ ও ১২ সেপ্টেম্বর নাটকটির দৃশ্য ধারণের কাজ শেষ হয়েছে। দীর্ঘ দিন পর অভিনয় করা প্রসঙ্গে নাফিজা বলেন, কিছুটা ভয় তো কাজ করছিলই। কারণ পাঁচ বছর পর দেশে ক্যামেরার সামনে দাঁড়িয়েছিলাম। তবে যেহেতু পরিচালকের সাথে আগে কাজ হয়েছে, ক্যামেরায় ছিলেন বাচ্চু মামা। আবার সহশিল্পী ছিলেন সাব্বির ভাই, মিলি আপু। তাই সবকিছু কেন যেন আগেরই মতো মনে হচ্ছিল। খুব অল্প সময়ের মধ্যে সব কিছু স্বাভাবিক হয়ে যায়। সত্যিই ভীষণ ভালো সময়ে কেটেছে শুটিংয়ের দুটো দিন। মীর সাব্বির বলেন, নাফিজা তো পাঁচ বছর ধরে অভিনয়ে নেই। কিন্তু তারপরও সে তার সহজাত অভিনয়ই করেছে। বাংলাদেশে সে অভিনয়ে নিয়মিত থাকলে তার অবস্থান আজ অনেক ওপরে থাকত, আমি নিশ্চিত। কারণ এখন যারা অভিনয় করছে তাদের অনেকের চেয়ে নাফিজা খুবই ভালো অভিনয় করে। সবচেয়ে বড় কথা নাফিজা খুব ভালো মেয়ে, সবসময়ই খুব হাসি খুশি একজন মানুষ। ফারহানা মিলি বলেন, সঞ্জিত দাদার ইউনিটে কাজ করতে আমি সবসময়ই বেশ স্বাচ্ছন্দ্যবোধ করি। সাব্বির ভাইয়ের সাথে কাজ করাটা সবসময়ই বেশ ভালোলাগার। অনেকদিন পর নাফিজা অভিনয়ে ফেরায় ইউনিটেও একটা উচ্ছ্বাস ছিল। নির্মাতা সঞ্জিত সরকার জানান শেষ দেখার পর নাটকটি আরটিভিতে শিগগিরই প্রচার হবে। নাফিজা প্রথম নাটকে অভিনয় করেন মীর সাব্বিরের বিপরীতে সালাহউদ্দিন লাভলুর নির্দেশনায় হোমিও রোমিও নাটকে। ফারহানা মিলির সাথে টিংকুর নির্দেশনায় একটি ধারাবাহিক নাটকে অভিনয় করেছিলেন নাফিজা।

 


আরো সংবাদ



premium cement
ভারতের মানবাধিকার পরিস্থিতি নিয়ে কী বলল যুক্তরাষ্ট্র? জিম্বাবুয়ে সিরিজের জন্য বাংলাদেশের প্রাথমিক দল ঘোষণা বৃষ্টির জন্য রাজশাহীতে ইসতিসকার নামাজ আদায় গাজীপুরে মহাসড়কের পাশ থেকে মৃত হাতি উদ্ধার প্রচণ্ড গরমের মধ্যে লোডশেডিং ১০০০ মেগাওয়াট ছাড়িয়েছে দুই ভাইকে পিটিয়ে হত্যা : প্রতিবাদ সমাবেশে পুলিশের গুলির নিন্দা জামায়াতের রাজধানীতে তৃষ্ণার্তদের মাঝে শিবিরের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ রাজশাহীতে সাড়ে ৬ কোটি টাকার হেরোইনসহ যুবক গ্রেফতার এফডিসিতে সাংবাদিকদের ওপর হামলা গাজার বালিতে আটকে পড়েছে ইসরাইলি বাহিনী : হামাস মানবাধিকার পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রের প্রতিবেদন : যা বলছে আওয়ামী লীগ

সকল