২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

বিজ্ঞাপনে রিচি সোলায়মান

-

স্বামী-সন্তানকে সঙ্গে নিয়ে রিচির বর্তমান আবাসস্থল আমেরিকা হলেও প্রতি বছরই তিনি দেশে আসেন। দেশে মূলত পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটানোর উদ্দেশ্যে এলেও কিছু কিছু কাজ এড়িয়ে যেতে পারেন না তিনি। প্রিয় কিছু নির্মাতার নাটকে তাকে অভিনয় করতেই হয়। তবে এবার নাটকে অভিনয়ের পাশাপাশি দুই বছর পর রিচিকে নতুন একটি বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করতে হয়েছে। তরুণ মেধাবী বিজ্ঞাপন নির্মাতা হাসান মাহমুদ ফুয়াদের নির্দেশনায় ‘অভিজাত কালিজিরা চাল’-এর বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেছেন রিচি সোলায়মান। গত ৭ সেপ্টেম্বর দিনব্যাপী বিজ্ঞাপনটির শুটিংয়ে অংশ নেন রিচি। তবে এই বিজ্ঞাপনে গল্পের প্রয়োজনে রিচির সঙ্গে তার দুই সন্তান ছেলে রায়ান ও মেয়ে ইলমা’কেও মডেল হিসেবে কাজ করতে হয়েছে। গল্পের প্রয়োজনে বিজ্ঞাপনে ইলমাকে তার পুত্রসন্তান হিসেবে দেখা যাবে। আবার ইলমা যখন আরেকটু বড় হবে তখন রায়ানকে দেখা যাবে। বিজ্ঞাপনটিতে কাজ করা প্রসঙ্গে রিচি সোলায়মান বলেন, ‘এর আগে রায়ান এবং ইলমা নাটকে অভিনয় করেছে। কিন্তু এবারই প্রথম আমার দুই সন্তান আমারই সঙ্গে প্রথমবারের মতো বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেছে। যেহেতু আমি দেশের বাইরে থাকি। সবসময় আম্মা রায়ান ও ইলমাকে পাশে পান না। তাই আম্মা যেন ওদেরকে টিভি পর্দায় নিয়মিত দেখতে পারেন, সেই ভাবনা থেকেও কাজটি করা। ভালো লাগার বিষয় হচ্ছে ইলমা এবং রায়ান দু’জনই মডেল হিসেবে এত চমৎকার কাজ করেছে যে আমি মুগ্ধ হয়ে গেছি। ইউনিটের সবাই ওদের কাজ দেখে অবাক হয়েছে। ধন্যবাদ নির্মাতা হাসান মাহমুদ ফুয়াদকে এভাবে সুন্দর একটি কাজে আমাকে সম্পৃক্ত রাখার জন্য। এখন অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছি কবে বিজ্ঞাপনটি প্রচারে আসবে।’ নির্মাতা হাসান মাহমুদ ফুয়াদ জানান, শিগগিরই বিজ্ঞাপনটি দেশের প্রায় সব চ্যানেলে প্রচারে আসবে। উল্লেখ্য এবারের ঈদে রিচির অভিনয় সবচেয়ে বেশি প্রশংসিত হয়েছে চয়নিকা চৌধুরী পরিচালিত ‘চাঁদের আলোয়’ টেলিছবিতে। এ ছাড়া তানিয়া আহমেদ ও তুহিন হোসেনের নির্দেশনায় রিচিকে আরো দুটি নাটকে অভিনয়ে দেখা গেছে। ঈদের আগে রিচির স্বামী রাসেক মালিক দেশে এসেছেন। রিচির মেয়ে ইলমার প্রথম জন্মদিন এবং ঈদ দেশে করতেই রাসেকের এবার ঢাকায় আসা। রিচি জানান দু-এক দিনের মধ্যেই তিনি আবারো আমেরিকায় ফিরে যাবেন। উল্লেখ্য রিচির ছেলে রায়ান চয়নিকা চৌধুরীর নির্দেশনায় এবং মেয়ে ইলমা সুমন আনোয়ারের নির্দেশনায় নাটকে প্রথম অভিনয় করে।

 


আরো সংবাদ



premium cement
কৃষক যাতে ন্যায্যমূল্য পান, সেভাবেই ধানের দাম নির্ধারণ করা হবে : কৃষিমন্ত্রী চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে সিএনজি ও বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ৪ ভান্ডারিয়ায় ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় প্রতিযোগিতা দেখতে দর্শনার্থীদের ঢল তীব্র তাপপ্রবাহের কারণে ৭ দিন স্কুল বন্ধের দাবি চাটমোহরে ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত বিএনপি সাম্প্রদায়িক শক্তি, এদের রুখতে হবে : ওবায়দুল কাদের সাদিক এগ্রোর ব্রাহামা জাতের গরু দেখলেন প্রধানমন্ত্রী ভারতে লোকসভা নির্বাচনে প্রথম ধাপে ভোট পড়েছে ৬০ শতাংশ সারা বিশ্ব আজ জুলুমবাজদের নির্যাতনের শিকার : ডা. শফিকুর রহমান মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশী : পররাষ্ট্রমন্ত্রী চন্দনাইশ, বাঁশখালী ও বোয়ালখালীতে ৩ জনের মৃত্যু

সকল