১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

তাল তরঙ্গতে অপি করিম

-

অপি করিম একাধারে একজন নন্দিত অভিনেত্রী, নৃত্যশিল্পী। উপস্থাপনায়ও তিনি যতবার টিভি পর্দায় এসেছেন ততবারই প্রশংসিত হয়েছেন তিনি। বাংলাদেশের টিভি নাটকের দর্শকের মধ্যে অপি করিমের এক অন্যরকম এবং আলাদা জনপ্রিয়তা রয়েছে। অপি করিম তার অভিনয় দিয়ে, মেধা দিয়ে তার সেই অবস্থান সৃষ্টি করে নিয়েছেন। অভিনয় অপি করিমের উপস্থিতি কম থাকলেও যখনই তিনি নতুন নাটকে অভিনয় করেন তা দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেন তার ভক্ত দর্শক। এ দিকে বিগত প্রায় ১০ বছর যাবৎ বিভিন্ন চ্যানেলে অপি করিম একা নৃত্য পরিবেশন করে আসছিলেন। বিষয়টি এমন ছিল যে অপি করিম কোনো অনুষ্ঠানে নাচবেন, সেখানে অপি একাই নৃত্য পরিবেশন করতেন। সর্বশেষ ২০১৬ সালে তিনি একক নৃত্য পরিবেশন করেন। তবে এবার অপি করিম এমন একটি অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করেছেন যেখানে অপি ছাড়া আরো অনেকেই নৃত্য পরিবেশন করেছেন। অপি করিমের নৃত্যগুরু কবিরুল ইসলাম রতনের পরিকল্পনা ও নির্দেশনায় আগামী ঈদে এনটিভিতে প্রচারের জন্য ‘তাল তরঙ্গ’ অনুষ্ঠানে অপি নৃত্য পরিবেশন করেছেন। রতন জানান, রবীন্দ্রসঙ্গীত আজি এ বসন্তে, ফাগুন হাওয়ায় হাওয়ায় এবং দখিনে দুয়ার খোলাÑ এই তিনটি গানের একটি ফিউশন করে তাতে পারফর্ম করেছেন অপি করিম। গত বৃহস্পতিবার অপির পারফরম্যান্স রেকর্ড করা হয়। অপি করিম বলেন, ‘বিগত দশ বছর ধরে আমি সবসময়ই একা পারফরম করেছি টিভির জন্য নির্মিত নাচের অনুষ্ঠানে। এই ধারাটা আমি ধরে রাখার চেষ্টা করছিলাম। কিন্তু রতন মামার পরিকল্পনা এবং পরিচালনায় এবার আমি আমার এত পছন্দের ছোট ভাই বোনদের সঙ্গে নাচের অনুষ্ঠানের প্রস্তাব পাই যে আমি কোনোভাবেই না করতে পারিনি। কারণ যারা এই একই নাচের অনুষ্ঠানে অংশ নিয়েছে তাদের প্রত্যেককে আমি খুব পছন্দ করি। যে কারণে অনেক আনন্দ নিয়েই আমি এই অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করেছি। রতন মামার প্রতি কৃতজ্ঞ যে তিনি চমৎকার একটি আয়োজন করেছেন। আশাকরি ভালোলাগবে দর্শকের।’ কবিরুল ইসলাম রতন বলেন, ‘অপির এবারের নাচ দেখলে আমি নিশ্চিত দর্শকের মন ভরে যাবে, চোখ জুড়াবে।’ অপি করিম ছাড়াও আরো যারা এই অনুষ্ঠানে পারফর্ম করবেন তারা হচ্ছেন উপমা, প্রিয়াংকা, মন্দিরা, রনবীর ও শাওন। এ ছাড়া ‘নৃত্যালোক সাংস্কৃতিক কেন্দ্র’র শিল্পীরা অপি করিমসহ অন্যদের সঙ্গে পারফরম্যান্সে অংশ নেবেন। এ দিকে এবারের ঈদে অপি করিমকে সাগর জাহান ও আশাফাক নিপুণের ঈদ বিশেষ নাটকে দেখা যাবে। ‘তাল তরঙ্গ’ প্রচার হবে আসছে ঈদের পঞ্চম দিন রাত ৯টায় এনটিভিতে।
ছবি : মোহসীন আহমেদ কাওছার


আরো সংবাদ



premium cement