২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

বাবা আর মেয়ের গল্প নিয়ে বেলী অতঃপর...

-

রাইসুল ইসলাম আসাদ ও জাকিয়া বারী মম দু’জনই ছোট পর্দায় এবং বড় পর্দায় অভিনয় করেন। আসাদ ও মম বাবা-মেয়ের চরিত্রে বেশ কিছু নাটকেও অভিনয় করেছেন। তবে সর্বশেষ তাদের দু’জনকে অরুণ চৌধুরী পরিচালিত ‘আলতা বানু’ চলচ্চিত্রে বাবা-মেয়ের চরিত্রে অভিনয়ে দেখা গেছে। এবার তাদের দু’জনকে আবারো বাবা ও মেয়ের চরিত্রে অভিনয়ে দেখা যাবে নজরুল ইসলাম রাজু নির্দেশিত ঈদ বিশেষ টেলিফিল্ম ‘বেলী অতঃপর...’-এ। এরই মধ্যে টেলিফিল্মটির দৃশ্য ধারণের কাজ শুরু হয়েছে রাজধানীর উত্তরার একটি শুটিং হাউজে। তবে টেলিফিল্মের গল্পের প্রয়োজনে আগামী ৯ ও ১০ আগস্ট রাজশাহীতে ট্রেনে যেতে যেতে এবং ঢাকায় ফিরে শুটিং হবে। নির্মাতা নজরুল ইসলাম রাজু জানান ‘বেলী অতঃপর...’-এর নাট্যরূপ দিয়েছেন পার্থিব শাহরিয়ার ও মেজবাহ উদ্দিন সুমন। গল্পে দেখা যাবেÑ রাইসুল ইসলাম আসাদ একজন ব্যবসায়ী। কিন্তু মমর ভালোলাগার মানুষ সাংবাদিক মিলনের একটি সংবাদের কারণে আসাদের ব্যবসায় ধস নামে। এগিয়ে যায় টেলিফিল্মের গল্প। টেলিফিল্মটিতে অভিনয় প্রসঙ্গে রাইসুল ইসলাম আসাদ বলেন, ‘রাজুর নির্দেশনায় এর আগেও কাজ করেছি। সময় নিয়ে অনেক যতœ করে কাজ করে। তার কাজে কোনো তাড়াহুড়া নেই। যে কারণে তার কাজ করতেও ভালো লাগে। এই টেলিফিল্মের গল্প ভালো লেগেছে। টেলিফিল্মে মম আমার মেয়ের চরিত্রে অভিনয় করছে। মম তো এখন বেশ ভালো অভিনয় করে। নাটকে অভিনয়ের পাশাপাশি সে চলচ্চিত্রেও অভিনয় করছে। এ সময়ের ভালো অভিনেত্রীদের মধ্যে সেও একজন। সব মিলিয়ে তার অবস্থান বেশ ভালো। আশা করছি, আমাদের এই কাজ ভালোলাগবে দর্শকদের।’ জাকিয়া বারী মম বলেন, ‘আসাদ ভাই আমাদের নাট্যাঙ্গন, চলচ্চিত্রাঙ্গনের একজন কিংবদন্তী অভিনেতা। আমি এটা আজ বলতেই চাই যে আমাদের যারা সিনিয়র শিল্পী আছেন, তাদের সাথে কাজ করাটা আমি আশীর্বাদ মনে করি। কারণ, তাদের সাথে কাজ করতে পারলে অনেক কিছুই শিখতে পারি, জানতে পারি, বুঝতে পারি। তাই আমি সিনিয়র শিল্পীদের সাথে কাজ করাটা ভীষণ উপভোগ করি। আসাদ ভাই আমার অত্যন্ত প্রিয় একজন শিল্পী। বেলী অতঃপরে বাবা-মেয়ের চরিত্রে কাজ করতে গিয়ে তার স্নেহ পেয়েছি, এটাই আশীর্বাদ।’ নির্মাতা নজরুল ইসলাম রাজু জানান, আসছে ঈদে এনটিভিতে প্রচার হবে ‘বেলী অতঃপর...’ টেলিফিল্মটি। এদিকে দীপ্ত টিভিতে প্রচার শুরু হয়েছে রাইসুল ইসলাম আসাদ অভিনীত নতুন ধারাবাহিক নাটক রহমতুল্লাহ তুহিন পরিচালিত ‘নিউ ইয়র্ক থেকে বলছি’। অন্য দিকে আগামী ঈদে রায়হান রাফি পরিচালিত মম অভিনীত ‘দহন’ সিনেমাটি মুক্তি পাওয়ার কথা থাকলেও তা ঈদের পর মুক্তি পাবে।
ছবি : মোহসীন আহমেদ কাওছার


আরো সংবাদ



premium cement