২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

দুই যুগ পর আবার মাকসুদ

-

দুই যুগ আগে ১৯৯৪ সালে সাউন্ডটেক থেকে প্রকাশ হয় ফিডব্যাক ব্যান্ডের পঞ্চম অ্যালবাম ‘বঙ্গাব্দ ১৪০০’। এ অ্যালবামে মাকসুদ গেয়েছিলেন ‘গীতি কবিতা-২’ শিরোনামের গানটি। দুই যুগ পর কৌশিক হোসেন তাপসের কম্পোজিশনে সম্প্রতি নতুনভাবে সেই গানটিই গেয়েছেন তিনি। ইতোমধ্যে গানটি বেশ সাড়াও ফেলেছে। এ প্রসঙ্গে মাকসুদ বলেন, দুই যুগ আগে প্রকাশিত ‘বঙ্গাব্দ ১৪০০’ অ্যালবামের প্রতিটি গানই অনেক জনপ্রিয়তা পেয়েছিল। তবে এর মধ্যে ‘গীতি কবিতা-২’ গানটির ‘ধন্যবাদ হে ভালোবাসা’ লাইনটি ইয়ং জেনারেশনের মুখে মুখে ফিরত। গানটি আমার নিজেরও অনেক পছন্দের। সে সময় গানটি জ্যাজ ফিউশন ধাঁচে করেছিলাম। তখন এত মিউজিক্যাল ইন্সট্রুুমেন্ট ছিল না। এবার কৌশিক হোসেন তাপসের কম্পোজিশনে গানটির সাথে পৃথিবীর সেরা সেরা সব বাদ্য যন্ত্রীরা বাজিয়েছেন। তাই শ্রোতাদের কাছে গানটি একেবারে নতুন বলেই মনে হবে। মাকসুদ জানান, ‘উইন্ড অব চেঞ্জ : সিজন থ্রি’ অনুষ্ঠানে নতুনভাবে গাওয়া ‘গীতি কবিতা-২’ গানটি প্রচারিত হয়। টিভিতে প্রচারের পর থেকেই ভালো সাড়া ।

মাকসুদের লেখা ও সুরে ১৯৯৪ সালে প্রথম প্রকাশ হওয়া ‘গীতি কবিতা-২’ গানটি এবার নতুন করে কম্পোজিশন করেছেন ‘উইন্ড অব চেঞ্জ’-এর মূল কারিগর জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সংগীতশিল্পী ও সঙ্গীত পরিচালক কৌশিক হোসেন তাপস। এ প্রসঙ্গে কৌশিক হোসেন তাপস বলেন, মাকসুদ ভাইয়ের ‘গীতি কবিতা-২’ গানটি আমার নিজেরও অনেক প্রিয়। প্রিয় একটি গানকে নতুন রূপে দর্শক- শ্রোতাদের সামনে উপস্থাপন করা আসলেই বেশ চ্যালেঞ্জিং।


আরো সংবাদ



premium cement