২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

শুরু হচ্ছে পূজার প্রেম আমার টু

-

রায়হান রাফি পরিচালিত ‘জাজ মাল্টিমিডিয়া’ প্রযোজিত ‘পোড়ামন টু’র ব্যাপক দর্শকপ্রিয়তায় যেন আনন্দে ভাসছেন এই সিনেমার নায়িকা পূজা চেরী। ঈদের দিন থেকে এখন পর্যন্ত পূজা অভিনীত এই সিনেমাটি দেখার জন্য এখনো দেশের নানান এলাকার সিনেমা হলে দর্শক ভিড় করছেন। বিশেষ করে সিনেমার পর্দায় পূজা ও সিয়ামের অনবদ্য প্রেম রসায়ন উপভোগ করতেই দর্শক একেরও অধিকবার সিনেমা হলে গিয়ে সিনেমাটি উপভোগ করছেন। দর্শকের সঙ্গে সরাসরি হলে বসে সিনেমা দেখার জন্যও পূজা ও সিয়াম ছুটে যাচ্ছেন দেশের নানান অঞ্চলে। যেমন এরই মধ্যে পূজা ও সিয়াম কিশোরগঞ্জ, নেত্রকোনা, ময়মনসিংহ, সাভার, গাজীপুর’সহ ঢাকার বেশ কয়েকটি সিনেমা হলে দর্শকের সঙ্গে বসে সিনেমাটি উপভোগ করেছেন। যদিও পূূজা নিজেই এই সিনেমার নায়িকা কিন্তু তারপরও বারবার নিজের অভিনীত সিনেমা দেখেও যেন আবেগাপ্লুত হয়ে পড়েন পূজা। দর্শক তার অভিনয়ের প্রেমে পড়েছেন তা দেখে যেন আনন্দে ভাসছেন পূজা। এরই মধ্যে রায়হান রাফি পরিচালিত ‘জাজ মাল্টিমিডিয়া’ প্রযোজিত ‘দহন’ সিনেমার কাজও প্রায় শেষ করেছেন পূজা ও সিয়াম। শিগগিরই গানের শুটিংয়ে অংশ নেবেন তারা দু’জন। গানের কাজ শেষ হলেই শেষ হয়ে যাবে ‘দহন’। আগামী ঈদে মুক্তির প্রস্তুতি নিতে থাকবে পূজার ‘দহন’। এ দিকে আগামী ১০ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাচ্ছে পূজা অভিনীত ‘প্রেম আমার টু’ সিনেমার কাজ। এটি নির্মাণ করছেন রাজ চক্রবর্তী ও বিদুলা ভট্টাচার্য। এর আগে শিলিগুড়ি এবং কলকাতায় এর অর্ধেক কাজ সম্পন্ন হয়েছে। বাকি কাজ শেষ হবে ঢাকা ও তার আশপাশের এলাকায়। পূজা বলেন, ‘বিগত বেশ কয়েক দিন দহন সিনেমার কাজ নিয়ে ভীষণ ব্যস্ত ছিলাম। এই সিনেমায় আমি আশা চরিত্রে অভিনয় করছি। আশা এমনই একটি চ্যালেঞ্জিং চরিত্রে যে চরিত্রে অভিনয় করতে গিয়ে আমি নিজেই চরিত্রের প্রেমে পড়ে বারবার কেঁদেছি। খুব ভালো একটি কাজ হচ্ছে দহন। আমি এই সিনেমা নিয়েও দারুণ আশাবাদী। প্রেম আমার টু’র গল্পটাও চমৎকার। সেপ্টেম্বরে আবারো এই সিনেমার কাজ করতে যাচ্ছি। আর একটি কথা না বললেই নয়, আমার মা ঝর্ণা রায় আমাকে সবসময়ই পাশে থেকে সহযোগিতা করেছেন। মায়ের এই অবদান কোনো কিছুর সাথেই তুলনা করার মতো নয়। মা পাশে না থাকলে কোনোভাবেই এতটা পথ আমার আসা সম্ভব হতো না।’ উল্লেখ্য ‘প্রেম আমার টু’তে পূজার বিপরীতে আছেন কলকাতার আদৃত।


আরো সংবাদ



premium cement
সংলাপের মাধ্যমে বিরোধ নিষ্পত্তি করুন, যুদ্ধকে ‘না’ বলুন টি-টোয়েন্টি বিশ্বকাপের দূত হলেন উসাইন বোল্ট ডিএমপির অভিযানে গ্রেফতার ৩৭ বাংলাদেশে নতুন করে বাড়ছে ম্যালেরিয়া আক্রান্তের সংখ্যা হিট অ্যালার্ট নিয়ে আবহাওয়া অধিদফতরের নতুন বার্তা ভান্ডারিয়ায় পিকআপ চাপায় বৃদ্ধ নিহত হোচট খেল লিভারপুল, পিছিয়ে গেল শিরোপা দৌড়ে যোদ্ধাদের দেখতে প্রকাশ্যে এলেন হামাস নেতা সিনওয়ার! ফের পন্থ ঝড়, ঘরের মাঠে গুজরাটকে হারাল দিল্লি ইউক্রেনকে গোপনে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়েছে যুক্তরাষ্ট্র গ্রেফতারের পর যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে ফিলিস্তিনপন্থীদের বিক্ষোভ আরো বেড়েছে

সকল