১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

ঈদের বিশেষ ইত্যাদি পুনঃপ্রচার আজ

-

দর্শকদের প্রশংসাধন্য ঈদের বিশেষ ইত্যাদি পুনঃপ্রচার করা হবে আজ রাত ৮টার বাংলা সংবাদের পর। দর্শকদের আনন্দের ষোলোকলা পূর্ণ করে এবারের ঈদের ইত্যাদি এরই মধ্যে দর্শক রায়ে ঈদের সেরা অনুষ্ঠান হিসেবে প্রশংসিত হয়েছে। বরাবরের মতো এবারো ‘ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশীর ঈদ’ গানটি দিয়ে শুরু হয় ঈদের ইত্যাদি। আর এতে অংশ নেন কয়েক হাজার শ্রমজীবী মানুষ ও ইনডোর স্টেডিয়ামে আগত কয়েক হাজার দর্শক। সাম্প্রতিক সময়ে দেশে উদ্বেগজনক হারে বেড়ে যাওয়া সড়ক দুর্ঘটনা ও আমাদের সচেতনতা নিয়ে মোহাম্মদ রফিকউজ্জামানের কথায় ও ফরিদ আহমেদের সঙ্গীতায়োজনে রয়েছে এন্ড্রু কিশোর ও সাবিনা ইয়াসমিন পরিবেশনায় একটি বিষয়ভিত্তিক গান। সাথে ছিল শতাধিক নৃত্যশিল্পী। ‘বাংলাদেশের বৈচিত্র্যময় প্রকৃতি ও মানুষের সংগ্রামময় জীবন’ এ বিষয় নিয়ে বিষয়ভিত্তিক নাচ পরিবেশন করেছেন দেশের খ্যাতিমান নৃত্যজুটি শিবলী মোহাম্মদ ও শামীম আরা নিপা। তাদের সঙ্গে ছিলেন শতাধিক নৃত্য ও অভিনয় শিল্পী। ঈদের ‘ইত্যাদি’র আর একটি পর্বে ছন্দে-সুরে ব্যতিক্রমী একটি আলোচনায় অংশ নিয়েছেন অভিনয় তারকা শহীদুজ্জামান সেলিম, মীর সাব্বির, সাজু খাদেম ও শাহরিয়ার নাজিম জয়।


আরো সংবাদ



premium cement