২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

নাটকে প্রথম একসঙ্গে রিয়াজ-জেনি

-

এবারই প্রথম একসঙ্গে নাটকে অভিনয় করলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নায়ক রিয়াজ ও ছোটপর্দার নন্দিত অভিনেত্রী জেনি। সকাল আহমেদের নির্দেশনায় তারা দু’জন ‘সমান্তরাল’ নাটকে অভিনয় করেছেন। গত ২১ ও ২২ মে রাজধানীর উত্তরার একটি শুটিং হাউজে নাটকটির দৃশ্য ধারণের কাজ শেষ হয়েছে। নাটকটির গল্প প্রসঙ্গে নির্মাতা সকাল আহমেদ জানান, একটি ছেলের দ্বিতীয় বিয়ে এবং একটি মেয়ের প্রথম বিয়ে নিয়েই মূলত নাটকটির গল্প এগিয়ে যায়। ছেলেটির একটি সন্তান থাকে। ছেলেকে ঘিরেই তার যত ভাবনা। অন্য দিকে মেয়েটি তার মতো করে তার অধিকার আদায় করে সংসার করতে চায়। এমন গল্প নিয়ে নির্মিত হয়েছে ‘সমান্তরাল’ নাটকটি। এটি রচনা করেছেন জারজিস আহমেদ। নাটকটিতে স্বামী-স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন রিয়াজ ও জেনি। নাটকটিতে অভিনয় প্রসঙ্গে রিয়াজ বলেন,‘ নাটকটির গল্প এবং যথারীতি সকাল আহমেদের নির্মাণশৈলী বেশ ভালো হয়েছে। আশা করছি দর্শকের ভালো লাগবে একটু ভিন্ন ধরনের গল্পের এই নাটকটি। জেনির সঙ্গে আমার প্রথম কাজ। জেনিও খুব ভালো অভিনয় করেছে।’ জেনি বলেন,‘ রিয়াজ ভাই আপাদমস্তক একজন ভালো মানুষ, ভালো মনের মানুষ। সহশিল্পী হিসেবে ভীষণ সহযোগিতাপরায়ণ। শুটিংয়ের সময় তিনি আমাকে কোনোভাবে একটুও বুঝতে দেননি যে এটা তার সঙ্গে আমার প্রথম কাজ। ভবিষ্যতে আবারো সহশিল্পী হিসেবে তাকে পেলে আমার খুব ভালো লাগবে। সকাল আহমেদের নির্মাণশৈলী সবসময়ই দর্শকের কাছে প্রশংসিত হয়। আশা করছি সমান্তরালও দর্শকের কাছে অন্যরকম ভালো লাগবে।’ আগামী ঈদে চ্যানেল নাইনে নাটকটি প্রচার হবে। এবারের ঈদে রিয়াজকে এস এ হক অলিক, রাগিব শাহরিয়ার, সাজ্জাদ সুমনের নাটকেও দেখা যাবে। আপাতত রিয়াজ নতুন কোনো চলচ্চিত্রে অভিনয় করছেন না। কিছুদিন আগে রিয়াজ হৃদয় নির্দেশিত ‘অ্যারেঞ্জ ম্যারেজ’ নাটকে অভিনয় করেন। হুমায়ূন আহমেদের ‘দুই দুয়ারী’, তৌকীর আহমেদের ‘দারুচিনি দ্বীপ’ এবং চন্দন চৌধুরীর ‘কী যাদু করিলা’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য রিয়াজ জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হন। জেনি এরই মধ্যে ‘ললিতা’খ্যাত পরিচালক জুয়েল মাহমুদের নির্দেশনায় সজলের বিপরীতে দশ পর্বের নাটক ‘পাঁচ শালী মাশাআল্লাহ’তে দেখা যাবে। আসছে ঈদে এটিএন বাংলায় প্রচার হবে। পাশাপাশি এটিএন বাংলায় জেনি অভিনীত মারুফ মিঠু নির্দেশিত ধারাবাহিক নাটক ‘ভলিউমটা কমান’ নিয়মিতভাবে প্রচার হচ্ছে।
ছবি : মোহসীন আহমেদ কাওছার

 


আরো সংবাদ



premium cement
বাবার বাড়িতে বেড়াতে যাওয়ায় স্ত্রীর ২৭ স্থানে স্বামীর ধারালো অস্ত্রের আঘাত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে ১২ উপজেলায় মানববন্ধন রোববারই খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান, শনিবার ক্লাসসহ ৪ নির্দেশনা ময়মনসিংহ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের ঈদ পুনর্মিলনী বাস্তবায়নের আহ্বান ৩ গণকবরে ৩৯২ লাশ, ২০ ফিলিস্তিনিকে জীবন্ত কবর দিয়েছে ইসরাইল! মৌলভীবাজারে বিএনপি ও যুবদল নেতাসহ ১৪ জন কারাগারে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট কারীদের চিহ্নিতকরণ ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি ১২ দলীয় জোটের কলিং ভিসায় প্রতারণার শিকার হয়ে দেশে ফেরার সময় মারা গেল মালয়েশিয়া প্রবাসী নারায়ণগঞ্জ যুবদলের সদস্য সচিবকে আটকের অভিযোগ হাতিয়া-সন্দ্বীপ চ্যানেলে কার্গো জাহাজডুবি : একজন নিখোঁজ, ১১ জন উদ্ধার হঠাৎ অবসরের ঘোষণা পাকিস্তানের সাবেক অধিনায়কের

সকল