২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

তিশার ঈদ ব্যস্থতা

-

এই সময়ের দর্শকপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা এবার ঈদের কাজের ব্যস্থতার কারণে জন্মদিনে শুটিং করেছেন। ইচ্ছে ছিল এবারের জন্মদিনটি তিনি একান্তই নিজের মতো করে পরিবারের সাথে কাটাবেন। কিন্তু জন্মদিনে সারা দিন তাকে শুটিংয়ে থাকতে হয়েছে। জন্মদিনে শিহাব শাহীন রচিত ও নির্দেশিত ‘এই শহরে কেউ নেই’ নাটকের শুটিংয়ে ছিলেন তিশা। গত বছরের ঈদের তুলনায় এবারের ঈদে তানজিন তিশাকে বেশিই দেখা যাবে। কারণ এবারের ঈদে তিশা বেশ আগ্রহ নিয়ে কাজ করছেন ভালো ভালো গল্পের নাটকে। যারা নাটকগুলো নির্মাণ করছেন নির্মাতা হিসেবে তারা এই সময়ে প্রতিষ্ঠিতও বটে। এরই মধ্যে আগামী ঈদে প্রচারের জন্য তানজিন তিশা অভিনয় করেছেন গোলাম সোহরাব দোদুলের ‘জোড়া শালিক’, ‘ভিতর বাহির’, মিজানুর রহমান লাবুর ‘আমার কেউ আছে’, আদিত্য জনির ‘অথৈ নীলিমা’, মাবরুর রশীদ বান্নাহ’র ‘চশমায় লেগে থাকা ভালোবাসা’,‘ছাত্র’ ‘হোম টিউটর’ এবং রাহাত মাহমুদের ‘আমার দশের যে’জন’। তানজিন তিশা বলেন,‘ আগামী ঈদে যে কাজগুলো নিশ্চিত প্রচার হবে সেসব নাটক টেলিফিল্মেই আমি কাজ করছি। প্রতিদিন কাজ করতে হবে এমন কোনো কথা নেই। যে কারণে গল্প ভালো লাগলেই সেসব নাটক টেলিফিল্মে কাজ করছি। সবচেয়ে বড় কথা অভিনয়টা এখন আমি ভীষণ উপভোগ করছি।’ সম্প্রতি ইউটিউবে প্রকাশিত হয়েছে অপূর্বর সঙ্গে অভিনীত বান্নাহ নির্দেশিত নাটক ‘জীবন’। তিশা বলেন, ‘মাত্র দু-তিন দিনেই এই নাটকটির জন্য বেশ ভালো সাড়া পাচ্ছি।’ জন্মদিন প্রসঙ্গে তানজিন তিশা বলেন,‘ যেহেতু সারা দিন শুটিংয়ে থাকতে হবে, তাই ইচ্ছে আছে সন্ধ্যার পর পরিবারের সবার সঙ্গে একত্রে রাতের খাবার খাওয়া। আর আমার ভক্ত, দর্শকের কাছে দোয়া চাই আমি যেন সবসময় সুস্থ থাকি, ভালো থাকি।’ গেলো পয়লা বৈশাখে তুহিন হোসেন নির্দেশিত ‘এক বৈশাখে’ নাটকে তানজিন তিশার অভিনয় বেশ প্রশংসিত হয়েছে। এতে তার বিপরীতে ছিলেন আফরান নিশো। নাটকটির জন্য তিশাও প্রচুর সাড়া পেয়েছেন।
ছবি : গোলাম সাব্বির


আরো সংবাদ



premium cement
পিরোজপুরে বাসের ধাক্কায় নদীতে ৪ মোটরসাইকেল ফরিদপুরে নিহতদের বাড়ি মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী টিকটকে ভিডিও দেখে পুরস্কার, প্রভাব ফেলছে মানসিক স্বাস্থ্যে পাট শিল্পের উন্নয়নে জুট কাউন্সিল গঠন করা হবে: পাটমন্ত্রী মৃত্যুর মুখ থেকে ফিরেও নেতাকর্মীরা আবার ঘুরে দাঁড়িয়েছে : সালাম নবায়নযোগ্য জ্বালানি ৪০ শতাংশে উন্নীত করতে কাজ করছে সরকার : পরিবেশ সচিব সৌরশক্তি খাতে আবার মাথা তুলে দাঁড়াতে চায় জার্মানি ‘সরকারের সদিচ্ছার অভাবেই বিচার প্রক্রিয়ার ধীর গতি’ মোদি কি হিন্দু-মুসলমান মেরুকরণের চেনা রাজনীতিতে ফিরছেন? টাঙ্গাইলে বৃষ্টির জন্য ইসতেসকার নামাজ ফুলগাজীতে ছাদ থেকে পড়ে স্কুলছাত্রের মৃত্যু

সকল