২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

জয়কে নিয়ে ফখরুল মিথ্যাচার করেছেন : নানক

জয়কে নিয়ে ফখরুল মিথ্যাচার করেছেন : নানক - ছবি : সংগৃহীত

ঢাকার দুই সিটির নির্বাচন নিয়ে সজীব ওয়াজেদ জয়ের জরিপের বিষয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের মন্তব্যের কঠোর সমালোচনা করেছে আওয়ামী লীগ। দলটির সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক সিটি ভোটের পরিস্থিতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ সমালোচনা করেন।

শনিবার আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এ সংবাদ সম্মেলন হয়।

নিজের করা জরিপের ভিত্তিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও তার তথ্যপ্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেন, ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থীদের বিপুল জয় হবে। ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে গত বৃহস্পতিবার এই জরিপের ফল তুলে ধরেন জয়।

জয় পরিচালিত জরিপের ফল হলো, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী শেখ ফজলে নুর তাপসের পক্ষে সমর্থন আছে ৫৪ দশমিক ৩ শতাংশ ভোটারের। এ সিটিতে বিএনপির প্রার্থী ইশরাক হোসেনের পক্ষে সমর্থন আছে ১৮ দশমিক ৭ শতাংশ। ঢাকা উত্তর সিটি করপোরেশনে আওয়ামী লীগের প্রার্থী আতিকুল ইসলামের পক্ষে ৫০ দশমিক ৭ শতাংশ ভোটারের সমর্থন রয়েছে। বিএনপির প্রার্থী তাবিথ আওয়ালের পক্ষে আছেন ১৭ দশমিক ৪ শতাংশ ভোটার।

জয়ের জরিপের বিষয়ে গতকাল শুক্রবার তির্যক মন্তব্য করেন মির্জা ফখরুল। তিনি বলেন, সজীব ওয়াজেদ জয় জ্যোতিষবিদ্যায় পারদর্শী হয়ে উঠছেন।

আজকের সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে নানক বলেন, ‘এ ধরনের বিজ্ঞানসম্মত গবেষণালব্ধ ফলাফলে বিএনপির আস্থা নেই। সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে তাই মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্লজ্জভাবে মিথ্যাচার করেছেন। এই ধরনের গবেষণা ও জরিপের মাধ্যমে নির্বাচন পূর্ববর্তী জনসমর্থনের চিত্র ফুটে ওঠে। জনসমর্থনের প্রতি তোয়াক্কা না করা বিএনপির জন্মগত মৌলিক বৈশিষ্ট্য। বিএনপি আমলে নির্বাচন স্টাইল ছিল—দশটি হোন্ডা, বিশটি গুন্ডা, নির্বাচন ঠান্ডা।’

নির্বাচন নিয়ে নানক বলেন, ঢাকার দুই সিটির ভোটারেরা আওয়ামী লীগের প্রার্থীদের জয়ী করবে।

নানক বলেন, আওয়ামী লীগ জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় আছে। জনগণের ভোটাধিকার ক্ষুণ্ন হয়—এমন কোনো কাজ আওয়ামী লীগের নেতা-কর্মীরা শুধু বিরতই থাকবে না, এমন কাজকে প্রতিহত করবে।’


আরো সংবাদ



premium cement

সকল