২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

বেতনের দাবিতে শ্যামলীতে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ

- সংগৃহীত

বকেয়া বেতনের দাবিতে রাজধানীর শ্যামলীর মিরপুর সড়কে অবস্থান নিয়েছেন পোশাক কারখানার শ্রমিকরা। এতে সড়কে যানচলাচল বন্ধ হয়ে গেছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টা থেকে সড়ক অবরোধ শুরু হয়। বকেয়া বেতনের দাবিতে শ্যামলীর মিরপুর সড়কের ডায়নামিক গ্রুপের ক্রিয়েটিভ ফ্যাশনের সামনের সড়কে শ্রমিকরা অবস্থান নেন। এতে যানচলাচল বন্ধ হয়ে যায়।

এদিকে শ্রমিকরা রাস্তায় অবস্থান নেয়ায় গাবতলী থেকে ফার্মগেট এবং আশপাশের সব সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। সড়কের দুপাশে আটকা পড়েছে কয়েকশ গাড়ি। এতে দুর্ভোগে পড়েন অফিসগামী মানুষসহ জনসাধারণ।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের (পশ্চিম) দায়িত্বরত কর্মকর্তা কেএম শহিদুল ইসলাম বলেন, ক্রিয়েটিভ ফ্যাশন নামে পোশাক কারখানার শ্রমিকরা সড়কে অবস্থান নিয়েছেন। দুপাশে প্রায় ৮০০ শ্রমিক অবস্থান নিয়েছেন। দুই ঘণ্টারও বেশি সময় ধরে ধর্মঘট চলছে। আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছি।

বিক্ষুব্ধ শ্রমিকরা জানান, দীর্ঘদিন ধরে তাদের বেতনভাতা বন্ধ। বারবার দাবি জানিয়েও বেতন হচ্ছে না। তাই তারা সড়কে অবস্থান নিয়েছেন।

আদাবরের রিং রোড এলাকার এই কারখানার শ্রমিকদের অভিযোগ, ওই প্রতিষ্ঠানে তাদের তিন মাসের বেতন বাকি। নতুন বছরে ইনক্রিমেন্টও দেয়া হচ্ছে না তাদের। সেই সঙ্গে দেয়া হচ্ছে ছাঁটাইয়ের হুমকি। এ অবস্থার পরিপ্রক্ষিতে বকেয়া বেতন আদায়ে মালিকপক্ষকে বাধ্য করতে সড়ক অবরোধ করে রেখেছেন তারা।

শেরে বাংলা নগর থানা পুলিশের ইন্সপেক্টর আবুল কালাম আজাদ বলেন, এ কারখানার মালিক দু'জন। তাদের ডাকা হয়েছে। পাশাপাশি বিজিএমইএ-এর একটি প্রতিনিধি দলও আসছে। তারাও বৈঠক করবে। পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে।


আরো সংবাদ



premium cement