১৮ এপ্রিল ২০২৪, ০৫ বৈশাখ ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৫
`

নির্বাচনের তারিখ পরিবর্তনের দাবিতে বৃহস্পতিবার অবস্থান ধর্মঘট

- ফাইল ছবি

আগামী ৩০ জানুয়ারি অনুষ্ঠিতব্য ঢাকা সিটি করপোরেশন নির্বাচনের তারিখ পরিবর্তনের দাবিতে বৃহস্পতিবার রাজধানীর সব শিক্ষা প্রতিষ্ঠানে অবস্থান ধর্মঘট পালনের ঘোষণা দিয়েছে শিক্ষার্থীরা। বুধবার সকাল থেকে বেলা ৩টা পর্যন্ত রাজু ভাস্কর্য ও শাহবাগে অবস্থান কর্মসূচী পালন শেষে এ কর্মসূচী ঘোষণা করা হয়। এর আগে নির্বাচন কমিশন অভিমুখে পদযাত্রা কর্মসূচী পালন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।

জানা যায়, বুধবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে অবস্থান শেষে পদযাত্রা শুরু হয়। পদযাত্রা শাহবাগে আসলে পুলিশি হস্তক্ষেপে থেমে যায়। পরে শাহবাগে অবস্থান নিয়ে শিক্ষার্থীরা বিক্ষোভ করতে থাকে। শিক্ষার্থীদের দাবি, অবিলম্বে সিটি নির্বাচনের তারিখ পরিবর্তন করতে হবে। না হলে লাগাতার অবস্থান কর্মসূচী পালন করা হবে। বিক্ষোভে ঢাবির বিভিন্ন হলের শিক্ষার্থীরা অংশ নেয়।

এদিকে শাহবাগে অবস্থান কর্মসূচী পালনকালে যানজটের সৃষ্টি হলে এক ব্যক্তি শিক্ষার্থীদের সাথে বাকবিতন্ডায় জড়িয়ে পড়ে। তখন ওই ব্যক্তি ও তার গাড়ি ভাংচুর করে শিক্ষার্থীরা। পরে তাকে শাহবাগ থানা পুলিশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।


আরো সংবাদ



premium cement