১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

জানুয়ারিতে ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচন

-

আগামী জানুয়ারিতে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হবে।

নির্বাচন কমিশনের (ইসি) ৫৩তম সভা শেষে ইসি সচিবালয়ের সচিব মো: আলমগীর হোসেন সাংবাদিকদের এ তথ্য জানান।

কমিশন সচিব বলেন, ‘আজকের সভায় এই দুই সিটির নির্বাচন বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়েছে। আগামী জানুয়ারিতে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটির ভোট করার সিদ্ধান্ত নিয়েছে কমিশন। ১৫ নভেম্বরের পর নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।’

বিদ্যমান ভোটার তালিকা দিয়েই দুই সিটি করপোরেশনে ভোটগ্রহণ করা হবে উল্লেখ করে তিনি বলেন, ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ঢাকার দুই সিটি করপোরেশনে ভোটগ্রহণ করা হবে।

তিনি বলেন, চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। এই সিটিতে ভোট করার এখনো সময় না হওয়ায় মার্চের শেষ দিকে অথবা তার পরে নতুন ভোটার তালিকা দিয়ে এ সিটিতে ভোটগ্রহণ করা হবে।

সূত্র : বাসস


আরো সংবাদ



premium cement
নেতানিয়াহুসহ ইসরাইলি মন্ত্রীদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করবে আইসিসি! ঢাকায় কাতারের আমিরের নামে সড়ক ও পার্ক তেহরানের প্রধান বিমানবন্দরে পুনরায় ফ্লাইট চালু হামলায় কোনো ক্ষতি হয়নি : ইরানি কমান্ডার ইরানের পরমাণু কর্মসূচির ‘কেন্দ্র’ ইসফাহান : সাবেক মার্কিন কর্মকর্তা মিয়ানমারের বিজিপির আরো ১৩ সদস্য বাংলাদেশে রুমায় অপহৃত সোনালী ব্যাংকের সেই ম্যানেজারকে চট্টগ্রামে বদলি দুবাইয়ে বন্যা অব্য়াহত, বিমানবন্দর আংশিক খোলা ভারতে লোকসভা নির্বাচনে ভোটগ্রহণ শুরু শুক্রবার সকালে ঢাকার বাতাস ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ শুক্রবার সকালে ঢাকার বাতাস ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’

সকল