২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

ঈদের পরেই বগুড়া-৬ আসনে নির্বাচন : ইসি সচিব

ঈদের পরেই বগুড়া-৬ আসনে নির্বাচন : ইসি সচিব - সংগৃহীত

মির্জা ফখরুল ইসলাম আলমগীর শপথ না নেয়ায় শূন্য বগুড়া-৬ আসনে আগামী মাসে ভোট করার পরিকল্পনা করছে নির্বাচন কমিশন (ইসি)। ইসি সচিব হেলালুদ্দীন আহমদ রোববার নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের একথা বলেন।

একাদশ সংসদ নির্বাচনে বগুড়া-৬ আসনে নির্বাচিত বিএনপি মহাসচিব মির্জা ফখরুল শপথ না নেয়ায় আসনটি ৩০ এপ্রিল শূণ্য ঘোষণা করা হয়।

ইসি সচিব বলেন, ‘আসন শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যে ভোট করতে হয়। আমরা কমিশনকে বিষয়টি জানিয়েছি। কমিশন সিদ্ধান্ত দিলে শিগশিরই এ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।’

‘ঈদের পরপরই এ আসনে নির্বাচন অনুষ্ঠিত হবে। আমরা জুনের মধ্যেই এ নির্বাচন করে ফেলতে চাই।’

বর্ষা মৌসুমে বৃষ্টির দাপট থাকায় জুলাইয়ের আগেই ভোট শেষ করার কথা জানান সচিব।

বিএনপির নারী আসন

ইসি সচিব জানান, বিএনপি পাঁচটি আসনের জন্য জাতীয় সংসদে একটি সংরক্ষিত মহিলা আসন পাবেন। এজন্য আগামী সাত দিনের মধ্যে দলটিকে নাম জানাতে বলা হবে।

তিনি বলেন, ‘এক্ষেত্রে প্রার্থীর নাম রিটার্নিং কর্মকর্তার কাছে জমা দিতে হবে। রিটার্নিং কর্মকর্তা যদি দেখেন, সব কাগজ ঠিক আছে, তবে আমরা গেজেট প্রকাশ করব।’

ময়মনসিংহে ৬০% ভোটের আশা

ময়মনসিংহ সিটি করপোরেশনের ভোট নিয়ে সন্তোষ প্রকাশ করেছে নির্বাচন কমিশন।

ভোট শেষে প্রতিক্রিয়ায় ইসি সচিব সচিব হেলালুদ্দীন আহমদ বলেন, “আমরা আশা করি, ময়মনসিংহ সিটি করপোরেশন নির্বাচনে প্রায় ৬০ শতাংশের মতো ভোট পড়েছে। নারী ভোটারদের উপস্থিতি বেশি ছিল। তারা খুব আনন্দের সঙ্গে ইভিএমে ভোট দিয়েছেন।”

তিনি জানান, এ সিটি নির্বাচনে কোনো ধরনের অনিয়ম হয়নি। কোনো কেন্দ্র বন্ধ হয়নি। ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) আনন্দমুখর পরিবেশে ভোট শেষ হয়েছে।

‘১২৭টি কেন্দ্রের সবগুলোতেই ইভিএমে ভোটগ্রহণ হয়েছে। এখন গণনা চলছে। আমি এ পর্যন্ত ৩০টি কেন্দ্রের ফলাফল জেনেছি। আশাকরি দ্রুতই ফলাফল দিতে পারবো’ বলেন সচিব।

মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী ইকরামুল হক টিটিু বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় সাধারণ ও সংরক্ষিত কাউন্সিলর পদে রোববার ভোট হয় ময়মনসিংহে।


আরো সংবাদ



premium cement
জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তিভাব থাকবে বান্দরবানে বৃষ্টির চেয়ে চোখের পানি ফেলে বিশেষ নামাজ চকরিয়ায় যুবককে গুলি ও কুপিয়ে হত্যা, গ্রেফতার ৭ উপজেলা নির্বাচনে ব্যর্থ হলে গণতন্ত্র ক্ষুণ্ন হবে: সিইসি বাগাতিপাড়ায় ইসতিসকার নামাজ পরিবর্তনশীল জলবায়ুর জন্য কাসাভা উপযুক্ত, হেক্টরপ্রতি ফলন ৩৫-৫০ টন : বাকৃবি অধ্যাপক বৃষ্টির জন্য হাকাকার, সাভারে ইসতিসকার নামাজ আদায় বরিশালে সালাতুল ইসতিসকার আদায় অর্ধ শতাব্দীতে ভ্যাকসিন সাড়ে ১৫ কোটি লোকের জীবন বাঁচিয়েছে : বিশ্ব স্বাস্থ্য সংস্থা আল্লাহর রহমত কামনায় সকলকে সিজদাহ অবনত হতে হবে-মাওলানা দেলোয়ার হোসাইন কাউখালীতে বৃষ্টির জন্য কাঁদলেন মুসল্লিরা

সকল